চট্টগ্রাম মহানগরে আগামীকাল রবিবার, ১০ আগস্ট থেকে টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) পণ্য বিক্রি শুরু হবে। তবে এবার সয়াবিন তেলের প্রতি লিটার দাম ১৫ টাকা, চিনির প্রতি কেজি দাম ১০ টাকা এবং মসুর ডালের প্রতি কেজি দাম ১০ টাকা বাড়ানো হয়েছে।
শনিবার টিসিবির চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের অফিসপ্রধান শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, ট্রাক সেলে সয়াবিন তেলের প্রতি লিটার দাম ১১৫ টাকা, চিনির প্রতি কেজি ৮০ টাকা এবং মসুর ডালের প্রতি কেজি ৭০ টাকায় বিক্রি হবে।
শফিকুল ইসলাম বলেন, “১০ আগস্ট থেকে ট্রাকে পণ্য বিক্রি শুরু হবে এবং এই পণ্য ক্রয়ের জন্য যে কেউ আসতে পারবেন। একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল এবং এক কেজি চিনি কিনতে পারবেন।”
তিনি আরও জানান, স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের জন্য পণ্যের দাম বাড়ানো হয়নি, তবে তাদের জন্য পণ্যের অর্ডার আসতে কয়েকদিন সময় লাগবে।
এ বছর মে মাস থেকে ট্রাক সেল বন্ধ করে দিয়েছিল টিসিবি, কিন্তু তিন মাস পর এখন পুনরায় ট্রাকে পণ্য বিক্রি শুরু করবে তারা। পাশাপাশি, নগরীর ২৫টি পয়েন্টে পণ্য বিক্রি করবে টিসিবি, যা আগে ছিল ২০টি পয়েন্টে।