বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই বাংলাদেশের ভবিষ্যত প্রধানমন্ত্রী। শনিবার (৯ আগস্ট) ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর কাউন্সিল অধিবেশনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি তারেক রহমানকে ‘ভবিষ্যত প্রধানমন্ত্রী’ হিসেবে সম্বোধন করেন এবং বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে তার দৃষ্টি আকর্ষণ করেন।
ফখরুল বলেন, ‘‘আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুধুমাত্র আমাদের ভবিষ্যৎ নেতা এবং প্রধানমন্ত্রী, তিনি আমাদের দেশের স্বাস্থ্য সেবার দিকে বিশেষ গুরুত্ব দেবেন, কারণ ১৮ কোটি মানুষের স্বাস্থ্য সেবা একটি বিশাল দায়িত্ব।’’
এ সময়, উপস্থিত চিকিৎসকরা তুমুল করতালি দিয়ে তারেক রহমানকে অভিনন্দন জানান।
ওষুধ নীতি নিয়ে মির্জা ফখরুল বলেন, ‘‘বর্তমান সরকারের নীতির কারণে দেশের ওষুধ শিল্প সংকটে পড়েছে, যার ফলে অনেক ফ্যাক্টরি বন্ধ হওয়ার উপক্রম। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফায় স্বাস্থ্য খাতের উন্নতির জন্য গুরুত্বপূর্ণ দফা দিয়েছেন।’’
তিনি আরো বলেন, ‘‘বাংলাদেশে শুধু মানুষের ভোটের অধিকারই নয়, তাদের স্বাস্থ্য, বেঁচে থাকার অধিকার এবং খাদ্য অধিকার নিশ্চিত করতে হবে।’’
বিএনপি মহাসচিব নির্যাতিত চিকিৎসকদের অবদানও উল্লেখ করেন, যাদের বিরুদ্ধে সরকার নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, তবে তাদের অবদান জাতি ভুলবে না বলেও তিনি জানান।
ড্যাবের কাউন্সিলের পর নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য ভোটগ্রহণ শুরু হয়, যেখানে ‘আজিজ-শাকুর’ এবং ‘হারুন-শাকিল’ প্যানেল দুইটি প্রতিদ্বন্দ্বিতা করছে। এবার ভোটারের সংখ্যা ৩,১১৭ জন।
এছাড়াও, কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এই কাউন্সিলের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।