ইসরায়েলে অস্ত্র রপ্তানি স্থগিত করল জার্মানি

ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধ করার ঘোষণা দিয়েছে জার্মানির সরকার। দেশটির চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জ জানিয়েছেন, পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। আন্তর্জাতিকভাবে, জার্মানি ইসরায়েলের অন্যতম ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত।

বিশ্লেষকদের মতে, গত দুই বছর ধরে গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান সামরিক অভিযান এবং হামাসকে গাজা থেকে উৎখাত করতে না পারার ফলেই জার্মানি এই সিদ্ধান্ত নিয়েছে। চ্যান্সেলর মের্জ এক বিবৃতিতে বলেন, “বর্তমান সামরিক পরিকল্পনার মধ্যে হামাসকে গাজা থেকে বিদায় করার এবং সেখানে বন্দি ইসরায়েলি জিম্মিদের মুক্তির পরিকল্পনা দিন দিন কঠিন হয়ে উঠছে।”

এছাড়া, ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনার পর বিশ্বব্যাপী সমালোচনার ঝড় উঠেছে। এরই মধ্যে, বিরোধী দলীয় নেতা ইয়াইর লাপিদ সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেছেন, “এক বিপর্যয় আরও বিপর্যয়ের জন্ম দেবে।” লাপিদের এই মন্তব্যের পর ২৪ ঘণ্টারও কম সময়ে জার্মানি ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধের ঘোষণা দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *