“আমরা এখন নির্বাচনী পথে পা রেখেছি”: আমীর খসরু

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনের দিকে লক্ষ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “আমরা এখন নির্বাচনের পথে পা রেখেছি এবং দেশের মানুষ ধানের শীষের জন্য অপেক্ষা করছে।”

আজ বুধবার, চট্টগ্রামের নিউমার্কেট মাড়ে জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বিজয় শোভাযাত্রার পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আমীর খসরু বলেন, “আজকের জনসভা ও মিছিল প্রমাণ করেছে যে, দেশের মানুষ ধানের শীষের পক্ষে। তারা বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির সমর্থক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিক, বেগম খালেদা জিয়ার সৈনিক এবং তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়তে চায়।”

তিনি আরও বলেন, “আজ থেকেই শপথ নিতে হবে, সবাইকে নিজের এলাকায় গিয়ে মানুষের কাছে পৌঁছাতে হবে এবং বিএনপির নির্বাচনী রূপরেখা, দেশের মানুষের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার পরিকল্পনা তাদের কাছে পৌঁছাতে হবে।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর সমালোচনা করে আমীর খসরু বলেন, “কিছু শক্তি আবার দেশের মানুষের অধিকার হরণ করতে এবং জনগণকে বাইরে রেখে নিজেদের মতো করে দেশ চালাতে চাইছে। কিন্তু বাংলাদেশের মানুষ এটি কোনো দিনও মেনে নেবে না।”

সমাবেশে চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র শাহাদাত হোসেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দীনসহ বিএনপির অন্যান্য নেতারা বক্তব্য দেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বিজয় শোভাযাত্রাটি নিউমার্কেট মোড় থেকে শুরু হয়ে কোতোয়ালি মোড়, লালদীঘি, বকশির হাট, আন্দরকিল্লা, চেরাগি মোড় হয়ে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। সমাবেশের কারণে নিউমার্কেট মোড়ের আশপাশে যানজট সৃষ্টি হওয়ায় জনসাধারণের মধ্যে ভোগান্তি তৈরি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *