বাঁশখালীতে বিয়ের দাওয়াত না দেওয়ায় হামলা, ৭ জন আহত

চট্টগ্রামের বাঁশখালীতে একটি বিয়ের অনুষ্ঠানে বরের ভগ্নিপতিকে দাওয়াত না দেওয়ার ঘটনায় হামলার ঘটনা ঘটেছে। এতে বর-কনে পক্ষের সাতজন আহত হয়েছেন। বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার বৈলছড়ী ইউনিয়নের চেচুরিয়া এলাকায় একটি কনভেনশন সেন্টারে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বিয়ের অনুষ্ঠানে দুপুরে দুই পরিবারের আত্মীয়রা খাবার খাওয়ার পর, বিকেলে কনেকে গাড়িতে তোলার সময় কিছু ব্যক্তি হামলা করেন। হামলাকারীরা নববধূর স্বর্ণালংকার ছিনতাইয়ের চেষ্টা করেও সফল হয়নি। বাধা দিতে গিয়ে বর-কনে পক্ষের সাতজনকে মারধর করা হয়, যাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়দের মতে, বিয়ের আগে বরের বোনের পরিবার এবং বরদের মধ্যে আর্থিক লেনদেন নিয়ে মতবিরোধ ছিল। বোনের কাছ থেকে স্বর্ণ বিক্রি করে টাকা নেওয়া হলেও তা ফেরত না দেওয়ায় এবং বোনের পরিবারকে দাওয়াত না দেওয়ার কারণে এই হামলার ঘটনা ঘটে। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, “পারিবারিক ঝামেলার কথা শুনেছি, তবে এখনও কেউ থানায় অভিযোগ দেয়নি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *