গরু নিয়ে নৌকাযোগে সিরাজগঞ্জের যমুনা নদী পার হওয়ার সময় জনতার পিটুনিতে দুইজনের মৃত্যু হয়েছে; যাদের গরু চোর বলছেন স্থানীয়রা। এ ঘটনায় আহত অন্য দুইজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
সিরাজগঞ্জের কাজিপুর থানার ওসি নূর আলম বলেন, রোববার বিকালের এ ঘটনায় অসুস্থ অন্য দুইজনকে উদ্ধারের পর রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বহনকারী নৌকা থেকে দুটি জীবত ও একটি মৃত গরু উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান ওসি।
পিটুনিতে নিহত রাশেদুল ও রাজ্জাক নামে দুজনের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
তবে আহত অবস্থায় আটক দুজন হলেন, টাঙ্গাইল সদর উপজেলার বাধাছিরা গ্রামের ফারুক (৪০) ও সিরাজগঞ্জ সদর উপজেলার কান্দাপাড়া গ্রামের বিক্রম (৪০)।
কাজিপুর উপজেলা মৎস্যজীবী সংগঠনের সভাপতি মন্টু মিয়া বলেন, “রোববার দুপুরে সারিয়াকান্দি চর এলাকার বাথানের লোকজন ও জেলেরা আমাকে ফোন করে গরু চুরির ঘটনাটি জানান। এরপর কাজিপুরের ঘাট এলাকাগুলোতে ফোন করে সবাইকে সতর্ক থাকতে বলি।
মন্টু মিয়ার ভাষ্য, বিকাল সাড়ে ৩টার দিকে কাজিপুরের ঘোড়াগাছা চরে গরুসহ চোরদের নৌকা দেখতে পেলে স্থানীয়রা নৌকা নিয়ে তাদের ধাওয়া দেন।
চোরেরা তখন আমনমেহার চরের দিকে চলে যায়। জনতাও তাদের পিছু নেয়।
“একপর্যায়ে সিরাজগঞ্জ সদর উপজেলার পাচঠাকুরী এলাকা গিয়ে চোরেরা ধরা পড়ে,” বলেন মন্টু মিয়া।
“স্পিড বোট নিয়ে ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই, বিক্ষুব্ধ লোকজন দুই চোরকে আটক করে পিটুনি দিয়েছে। নৌকাতে পাঁচজন ছিল। বাকি তিনজন থেকে নদীতে ঝাঁপ দেয়। তাদের মধ্যে অসুস্থ অবস্থায় দুইজনকে আটক ও নৌকাসহ তিনটি গরু উদ্ধার করে নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।”
নৌকায় পা ও মুখ বেঁধে রাখার কারণে একটি গরু মারা যায় বলে জানান মৎস্যজীবীদের এ নেতা।
সিরাজগঞ্জ সদর নৌপুলিশের ওসি রফিকুল ইসলাম বলেন, “স্থানীয়রা দুইজনকে আটক করে পিটুনি দিলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। রাতে অসুস্থ অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যায়।”
ওসি আরো বলেন, নিহতের মরদেহ সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। নিহতদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।