চট্টগ্রামের হালিশহরে অভিযান চালিয়ে ১২ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১ আগস্ট) বড়পোল থানা এলাকা থেকে তাদের আটক করা হয়। শনিবার (২ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন: মো. তুষার (৩০), মোহাম্মদ আরিফ (২৭), মো. নজরুল আহাম্মদ সাগর (২৫), মো. রিপন প্রকাশ হৃদয় (২৮), মো. আরিফ (২৩), আবুদুর রহমান রানা (২৮), মো. দেলোয়ার মিয়া (৩২), মো. বাবু (২৫), মো. রনি (৩০), মো. ওমর ফারুক (২২), মো. নাজিম (২৬) ও মো. জসীম উদ্দিন (২৪)।
এছাড়া, অভিযানে তাদের কাছ থেকে ১২টি মোবাইল ফোন ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত চারটি টিপ ছোরা জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে মূলহোতা মো. তুষারের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টিরও বেশি মামলা রয়েছে। তিনি আগে অস্ত্র, ছিনতাই, দস্যুতা ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে একাধিকবার গ্রেপ্তার হয়েছেন। অন্য আসামিদের বিরুদ্ধেও রয়েছে একাধিক মামলা।