চট্টগ্রামের পটিয়ায় ব্যাংক থেকে চাকরিচ্যুত হওয়া হাজারো কর্মকর্তা-কর্মচারীর প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ আগস্ট) বিকেলে পটিয়া আদর্শ স্কুল মাঠে এই কর্মসূচি আয়োজিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন যে, কোনো পূর্বঘোষণা ছাড়াই একযোগভাবে বিভিন্ন ব্যাংক তাদের কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুত করেছে, যা একটি গুরুতর মানবিক সংকট সৃষ্টি করেছে। তারা এই সিদ্ধান্তকে ‘অমানবিক ও অন্যায্য’ বলে উল্লেখ করেন।
এ কর্মসূচিতে গণঅধিকার পরিষদের দক্ষিণ জেলা সভাপতি ডা. এমদাদুল হাসান, জামায়াতের পটিয়া আসনের প্রার্থী ডা. ফরিদুল আলম, ইসলামী ফ্রন্ট দক্ষিণ জেলা সেক্রেটারি আলি হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা এয়ার মোহাম্মদ পেয়ারু, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম, বোরহান উদ্দিনসহ অনেক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
ব্যাংক থেকে চাকরিচ্যুত ভুক্তভোগীদের পক্ষে বক্তব্য রাখেন ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের আবু বকর ফাহিম, সোশ্যাল ইসলামী ব্যাংকের মঞ্জুর হিরু, ইসলামী ব্যাংকের মো. ইরফান, ইউনিয়ন ব্যাংকের মো. সাঈদুল হক, বাংলাদেশ কমার্স ব্যাংকের রবিউল ও আল-আরাফাহ ইসলামী ব্যাংকের টিপু সুলতান।
সমাবেশের শেষে এক বিক্ষোভ মিছিল বের করা হয়, যা পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পটিয়া পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়।
বক্তারা এ সময় দাবি করেন যে, এই অমানবিক সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে, না হলে তারা দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।