ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, তাবলিগ জামাতের বিবদমান দুই পক্ষের সমস্যা সমাধানে একটি কমিটি গঠন করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেছেন যে, এই কমিটি উভয় পক্ষের মধ্যে সমঝোতা সৃষ্টি করতে সক্ষম হবে এবং সংঘাতের পথ বন্ধ হবে।
বৈঠক ও কমিটি গঠন:
বুধবার (৩০ জুলাই) সচিবালয়ে তাবলিগ জামাতের দুই পক্ষের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য রাখেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী।
উপদেষ্টা জানান, “তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে বিবাদ নিরসনে অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হবে। এই কমিটিতে দুই পক্ষের প্রতিনিধিও অন্তর্ভুক্ত থাকবেন। আমরা আশা করছি, এই কমিটির মাধ্যমে উভয় গ্রুপ একে অপরকে বোঝার সুযোগ পাবে এবং একটি সমঝোতায় পৌঁছাতে পারবে।”
শান্তিপূর্ণ আলোচনা:
এছাড়া তিনি বলেন, বৈঠকে দুই গ্রুপের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং তারা আন্তরিকভাবে আলোচনায় অংশগ্রহণ করেছেন। “বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং উভয় পক্ষের মধ্যে সহনশীলতা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।” – বলছিলেন আ ফ ম খালিদ হোসেন।
এ বৈঠকের মাধ্যমে তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে উত্তেজনা প্রশমিত হওয়ার আশা প্রকাশ করেছেন তিনি।