বাড়ি ফিরলেন ফরিদা পারভীন

বেশ কিছুদিন ধরে অসুস্থ হয়ে রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন লালনসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শুরুতেই তাঁকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। ঝুঁকিপূর্ণ অবস্থায় একাধিক মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলে। চিকিৎসা শেষে তিনি সুস্থ হয়ে গতকাল সোমবার রাতে বাড়ি ফেরেন। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জানান, ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ফরিদা পারভীন। কিন্তু কিডনি বিকল রোগীদের যেকোনো সময় পুনরায় শারীরিক অবস্থার অবনতি হতে পারে।হাসপাতাল সূত্রে জানা গেছে, ফরিদা পারভিন দীর্ঘদিন কিডনির অসুখে ভুগছেন। সপ্তাহে তিনবার ডায়ালাইসিস নিতে হয় তাঁর। সেই সঙ্গে রক্তে সংক্রমণ, নিউমোনিয়া, ডায়াবেটিসসহ একাধিক শারীরিক জটিলতা নিয়ে দীর্ঘদিন ভুগছিলেন। কিডনি রোগবিশেষজ্ঞ এবং ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনবিশেষজ্ঞ চিকিৎসকদের অধীন চিকিৎসা নিচ্ছিলেন এই গুণী শিল্পী।

চিকিৎসাধীন অবস্থায় গুজব ছড়ায়, ফরিদা পারভীন মারা গেছেন। ফেসবুকে বিভিন্ন মানুষ তাঁর ছবি পোস্ট করে মৃত্যুর খবর ছড়ান। পুরো বিষয়টি নিয়ে বিব্রতকর অবস্থায় পড়ে শিল্পীর পরিবার।এর আগে ফরিদা পারভীনের শারীরিক অবস্থা প্রসঙ্গে স্বামী যন্ত্রসংগীতশিল্পী গাজী আবদুল হাকিম বলেছিলেন, ‘সার্বিকভাবে তাঁর অবস্থা খুব একটা ভালো নয়। গত কয়েক মাসে তিনবার আইসিইউতে ভর্তি রেখে চিকিৎসা করাতে হয়েছে। ফুসফুস আর কিডনিজনিত নানা সমস্যায় ভুগছেন তিনি। শরীর প্রচণ্ড দুর্বল থাকে। উঠে দাঁড়ানোর মতো শক্তি পান না। হাঁটতেও পারেন না। সবাই তাঁর জন্য দোয়া করবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *