কয়েক দিন ধরে বহুল আলোচিত প্রশ্ন শাকিবের ‘তাণ্ডব’–এ কি আফরান নিশো থাকছেন? সাংবাদিকদের সঙ্গে প্রশ্নত্তোরের শুরুতেই নির্মাতা রাফীর কাছে ‘লাখ টাকার’ প্রশ্নটি করেন এক সাংবাদিক। উত্তরে রাফী জানান, যেটা চমক, সেটা চমক থাকাই ভালো। এমনও হতে পারে, যাঁদের নাম শোনা যাচ্ছে, তাঁরা কেউ না–ও থাকতে পারেন। তিনি জানান, আগামী শনিবারই ঈদুল আজহার দিনে মুক্তি পাবে ছবিটি, সেদিনই সব জানা যাবে। মীর হোসেন
তাণ্ডব’–এ শাকিবের নায়িকা সাবিলা নূর। শাকিবের সঙ্গে কাজ করা নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে সাবিলা বলেন, তিনি সব সময়ই চেয়েছেন মেগাস্টার শাকিব খানের সঙ্গে কাজ করতে। এমন একটা ছবি করতে চান, যেটা বাণিজ্যিকভাবে সফল হবে বা হওয়ার সম্ভাবনা আছে। তিনি বলেন, ‘আমি খুবই সৌভাগ্যবান, প্রথম ছবিতেই এত বড় আয়োজনে কাজ করতে পারছি।’ মীর হোসেন
ছোট পর্দার নায়িকা সাবিলার সঙ্গে কেন কাজ করলেন—এমন প্রশ্নের উত্তরে শাকিব খান বলেন, ‘এ বিষয়টা আসলে শুনতেই ভালো লাগে না—বড় পর্দা, ছোট পর্দা…। আমরা অভিনেতা–অভিনেত্রী, সেটা যে অঙ্গনেই হোক…। আমাদের কাজই হচ্ছে মানুষকে বিনোদন দেওয়া। এখন আসলে পৃথিবীতে এ বিষয়টাই চলে না, কোন পর্দার মানুষ। ভালো অভিনয়শিল্পী কি না, সেটা হলো দেখার বিষয়—সেটা যে অঙ্গনেই কাজ করুক।’ জয়া আহসানের ফেসবুক থেকে
এ সময় সাবিলার প্রশংসা করে শাকিব আরও বলেন, ‘সাবিলা তো শুরুতে এসেই “লিচুর বাগানে” দিয়ে কী যে আগুন লাগিয়ে দিল। আমরা সব সময় বলতাম একটা কথা, সেটেই বলতাম—বাংলা সিনেমা আর একটা স্টার হিরোইন পেয়ে গেল। অসম্ভব ভালো অভিনয় করেছে সাবিলা। ইনশা আল্লাহ ভবিষ্যতেও আমরা একসঙ্গে কাজ করব।’ মীর হোসেন
মুক্তির পর ‘তাণ্ডব’ সিনেমার গান ‘লিচুর বাগানে’ ঝড় তুলেছে। গানটি নিয়ে নির্মাতা রাফী বলেন, ‘সবাই ধারণা করে নিয়েছিলেন আইটেম গান আসবে, কিন্তু এটা একটা রোমান্টিক গান। রোমান্টিক গান সব সময় স্লো হবে এটাই স্বাভাবিক। আমরা বাংলাদেশের হারিয়ে যাওয়া গানকে তুলে ধরার চেষ্টা করেছি। কিছু মানুষের কষ্ট কেন “দুষ্টু কোকিল”–এর মতো হলো না। আমি বলব, আমরা বাংলাদেশের হারিয়ে যাওয়া গানকে বাণিজ্যিকভাবে শুট করেছি।’ মীর হোসেন
ঢাকা ও কলকাতার সিনেমায় সমানতালে অভিনয় করেন জয়া আহসান। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, তাঁর ঢাকার ভালো কাজগুলো কলকাতার দর্শকদের দেখাতে চান, আবার ওখানকার ভালো কাজগুলোও যেন এখানকার দর্শকেরা দেখার সুযোগ পান। জয়া আহসানের ফেসবুক থেকে
আরেক প্রশ্নের উত্তরে ‘তাণ্ডব’–এ অভিনীত চরিত্র নিয়ে শাকিব খান বলেন, ‘কয়েক বছর ধরে নিজেকেই নিজে ভাঙতে চাই। চেষ্টা করে যাই, যেন একটা সিনেমার চেয়ে আরেকটা ভিন্নতর হয়।’ মীর হোসেন
সংবাদ সম্মেলনে ‘তাণ্ডব’ নিয়ে আফজাল হোসেন বলেন, ‘যাঁরা দেশকে ভালোবাসেন, তাঁরা “তাণ্ডব” সিনেমাটি দেখে গর্বিত হবেন। আমার মনে হয়, পৃথিবী একটা উচ্চতায় পৌঁছেছে, সেই উচ্চতার কতটা নিকটে আমরা পৌঁছাতে পেরেছি। যদি পারি, তাহলেই মনে হয় এটা বাংলাদেশের সিনেমা, তাহলেই গর্বিত করে।’ ভিডিও থেকে