রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার বোটঘাট এলাকায় সাঁড়াশি অভিযানে অপরাধী চক্র ‘পাটালি গ্রুপ’-এর দ্বিতীয় শীর্ষ ব্যক্তি শাহিনসহ ৪৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতভর মোহাম্মদপুর থানা–পুলিশের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন মাদক কারবারি, ছিনতাইকারী, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
পুলিশ সূত্র জানায়, ১৫ মে গভীর রাতে মোহাম্মদপুরের ইত্যাদি মোড় এলাকায় স্থানীয় বাসিন্দা রাব্বির বাড়ির সামনে তাঁর পরিবারের ছয় সদস্যকে কুপিয়ে আহত করেন ‘পাটালি গ্রুপ’-এর সদস্যরা। এ ঘটনায় থানায় অভিযোগ হওয়ার পরই পুলিশ অভিযানে নামে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শাহিন (২১), শ্রীনাথ মন্ডল (২৫), আসাদ (৫৫), কুরবান (২৬), সাকিব (২২), সজীব (১৯), পারভেজ (২০), মোশাররফ (২৫), রুবেল (২৭), রিয়াজ (১৮), শাহীন (২৮), ইমন (২৫), রকি (২২), রাজা (৩৮), তুষার (২৫), সজল (২৮), হেলাল (৩৭), হৃদয় (২১), মুরসালিন (২০), মামন (২০), সাফায়েত (২০), শুভ (১৯), সালমান (১৮), মাজহারুল (১৮), রাব্বি (১৮), আবজাল (১৯), ইয়াসিম (১৯), জহিরুল (১৯), বাবু (১৯), রুমান (২১), জহিরুল (১৮), সুমন (৩০), সোকেল (১৮), এমদাদুল (২৫), সাগর (২২), শাকিব (২০), উজ্জ্বল (৩১), আকরাম (২০), জিসান (২৩), জিল্লুর (২৩), হৃদয় (৩১), শাকিব (২২), রিয়াজ (২৮) ও সোহাগ (২৮)।