রাঙ্গুনিয়া প্রতিনিধি: সুমন বড়ুয়া
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার শীর্ষ মাদক সম্রাট আজিজুল হক শামীম ওরফে এলেন শামীম’কে (৩৬) পুলিশ গ্রেফতার করে।
শামীম রাঙ্গুনিয়া পৌরসভার ৫ নং ওয়ার্ডের উত্তর ঘাটচেক এলাকার মৃত ফয়েজ আহমেদের ছেলে।
জানা যায়: বেশ কয়েকদিন আগে স্থানীয় যুবলীগ নেতাকে প্রকাশ্যে মারার জন্য তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে যুবলীগ নেতা। ওই সময় তার বিরুদ্ধে মামলা থাকা সত্ত্বেও তার কোন খোঁজ খবর মেলেনি।
আরো জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের কারবার এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে শীর্ষ মাদক সম্রাট শামীম। তার নেতৃত্বে সঙ্ঘবদ্ধ একটি সন্ত্রাসী গ্রুপ ঘাট চেক কেন্দ্রীয় ছেলেপুলে এসব সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতো। তার এসব কর্মকান্ডে রাঙ্গুনিয়ায় সবার আলোচনায় চলে আসে শামীম।
রাঙ্গুনিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান: তার বিরুদ্ধে নানা সন্ত্রাসী, হত্যা মামলা, মাদক মামলা, গুম করে মারধরের মামলা থাকা সত্ত্বেও আমরা থাকে গ্রেফতার করতে পারেনি এতদিন। অবশেষে আমরা তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।