তিন দফা দাবি বাস্তবায়ন ছাড়া শাহবাগ ছাড়বেন না আন্দোলনকারীরা

তিন দফা দাবিতে এখনো রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান করছেন জুলাই গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিরা। তাঁরা বলছেন, দাবি বাস্তবায়ন ছাড়া তাঁরা শাহবাগ ছাড়বেন না, ঘরে ফিরবেন না।

আজ রোববার বেলা আড়াইটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আহত ব্যক্তিরা শাহবাগ মোড়ে অবস্থান করছিলেন। তাঁদের সঙ্গে একই মঞ্চে অবস্থান করছেন আহত ও শহীদ পরিবারের সদস্যরা।

আন্দোলনকারীদের তিন দফা দাবি হলো আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা। জুলাইয়ের সনদ ঘোষণা করা। জুলাই গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিদের সুচিকিৎসা নিশ্চিত করা।

জুলাই গণ-অভ্যুত্থানে আহত মুস্তাফিজুর রহমান বলেন, ‘হাসনাত আবদুল্লাহ, আমরা শাহবাগে উপস্থিত আছি, আপনাকে শাহবাগে আসতে হবে, আমাদের দাবি পূরণ করতে হবে।’সাকিব হোসেন নামের আরেক আহত ব্যক্তি বলেন, গতকাল বলা হয়েছে, আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত দলটির কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে। কিন্তু তাঁদের দাবি, আওয়ামী লীগকে পুরোপুরি নিষিদ্ধ করতে হবে। দ্বিতীয় দাবি হচ্ছে যাঁরা জুলাই আন্দোলনে আহত হয়েছেন, তাঁদের চিকিৎসা নিশ্চিত করা। আর তৃতীয় দাবি হচ্ছে জুলাই সনদ প্রদান করা। এই তিন দাবি বাস্তবায়িত হওয়া ছাড়া তাঁরা ঘরে ফিরবেন না।

আন্দোলনকারী শিক্ষার্থী সামিয়া আক্তার জান্নাত বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলেও তাদের পুরোপুরি নিষিদ্ধ করা হয়নি। তাদের নিবন্ধন বাতিল করতে হবে। গণ-অভ্যুত্থানের ৯ মাস পেরিয়ে গেলেও এখনো জুলাই সনদ দেওয়া হয়নি। তাঁরা দ্রুত জুলাই সনদ ঘোষণার দাবি জানান।

অবরোধের কারণে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। অনেক যাত্রীকে যানবাহন থেকে নেমে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে তিন দিন ধরে টানা কর্মসূচি পালন করছিলেন বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতা-কর্মীসহ ছাত্র-জনতা। এমন পরিস্থিতিতে গতকাল শনিবার রাতে জরুরি বৈঠকে বসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাত সাড়ে ৮টা থেকে পৌনে ১১টা পর্যন্ত এ বিশেষ সভা হয়। পরে যমুনার সামনে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে সভার সিদ্ধান্ত জানান আইনবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।

লিখিত বক্তব্যে আসিফ নজরুল বলেন, উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, এর অঙ্গসংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবেন। উপদেষ্টা পরিষদের সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও দলটির নেতাদের বিচারকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতা-কর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাসবিরোধী আইনের অধীন সাইবার স্পেসসহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। এর পাশাপাশি জুলাই ঘোষণাপত্র আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্তও উপদেষ্টা পরিষদের সভায় গৃহীত হয়েছে।

এ ঘোষণা আসার পর গতকাল দিবাগত রাত সাড়ে তিনটার পর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও অন্যান্য দলের নেতা-কর্মীরা শাহবাগ ছাড়েন। জুলাই গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিরাও তাঁদের সঙ্গে আন্দোলনে ছিলেন। তবে তাঁরা শাহবাগ ছাড়েননি। তাঁদের সঙ্গে একই মঞ্চে অবস্থান নেন আহত ও শহীদ পরিবারের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *