জব্বারের বলীখেলার ১১৩তম আসরের চ্যাম্পিয়ন ‘জীবন বলী’

রাঙ্গুনি প্রতিনিধি: সুমন বড়ুয়া

চট্টগ্রামের শত বছরের ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার ১১৩তম আসরে কুমিল্লার শাহজালাল বলীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন চকরিয়ার জীবন বলি।

সোমবার (২৫) বিকালে লালদীঘি সংলগ্ন জেলা পরিষদ মার্কেট চত্বরে বলী খেলা অনুষ্ঠিত হয়।২০ ফুট দৈর্ঘ ও ২০ ফুট প্রস্থের বালুর মঞ্চে হাজারো মানুষের উপস্থিতিতে এবারের বলী খেলা শুরু হয়। ফাইনালের শুরু থেকে দর্শকরা দুভাগে বিভক্ত হয়ে জীবন ও শাহজালাল পক্ষে স্লোগান দিতে থাকেন।

এ সময় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। জীবন বেশ কয়েকবার শাহজালালকে ধরাশায়ী করার চেষ্টা করেও পারেননি।শেষ মুহূর্তে পয়েন্ট ভিত্তিতে তারিকুল ইসলাম জীবনকে বিজয়ী ঘোষণা করেন খেলার রেফারি আব্দুল মালেক। বলীখেলাকে কেন্দ্র করে চলছে ৩ দিনের বৈশাখী মেলা।গতবার শাহজালাল বলীর কাছে শিরোপা হাতছাড়া হওয়া জীবন এবার সেই শাহজালালকে হারিয়েই চ্যাম্পিয়ন হতে পেরে দারুণ খুশি।

চ্যাম্পিয়ন হওয়ার পর অনুভূতি প্রকাশ করে জীবন বলী বলেন, ‘খুবই ভালো লাগছে। স্বপ্ন ছিল এই জব্বারের বলীখেলায় চ্যাম্পিয়ন হবো। অবশেষে চ্যাম্পিয়ন হতে পেরে ভীষণ খুশি হয়েছি। এর আগে চ্যাম্পিয়ন হতে না পেরে শপথ নিয়েছিলাম- এবার জিতবই। আল্লাহ আমার দোয়া কবুল করেছে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরীর পৃষ্ঠপোষকতায় নগরীর ঐতিহাসিক লালদীঘির চত্বরে ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার ১১৩তম আসরের আয়োজন করা হয়।

জব্বারের এই বলীখেলায় এবার প্রথম রাউন্ড, কোয়ার্টার ফাইনাল (চ্যালেঞ্জিং বাউট), সেমি ফাইনাল ও ফাইনালে (চ্যাম্পিয়ন বাউট) মোট ৭২ জন বলী অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *