নেইমার ফাউন্ডেশন থেকে বিশেষ উপহার পেলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ কাবিলা

বিশ্ব ফুটবলের মহাতারকা নেইমারের বন্ধু হিসেবে পরিচিতি রয়েছে বাংলাদেশের কিশোরগঞ্জের ভৈরব উপজেলার রবিন মিয়ার। ৩৪ বছর বয়সী এই রবিন মিয়া নেইমারের কাছ থেকে পাওয়া একটি বিশেষ উপহার তুলে দিয়েছেন ব্রাজিলিয়ান ভক্ত বাংলাদেশি অভিনয়শিল্পী জিয়াউল হক পলাশকে।

নেইমার ও তাঁর ইনস্টিটিউট থেকে বিশেষ উপহার পেলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক দিয়ে পরিচিতি পাওয়া ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা পলাশ। উপহারটি পলাশের হাতে পৌঁছে দিয়েছেন নেইমারের বন্ধু হিসেবে পরিচিত প্রবাসী বাংলাদেশি ও সংগঠক রবিন মিয়া। নেইমারের ঘনিষ্ঠজন হিসেবে রবিন মিয়াকে সবাই চেনেন। বাংলাদেশের ফুটবলপ্রেমী ভক্তরা রবিন মিয়ারও ভক্ত। নেইমারের সঙ্গে নানা আয়োজনে নানা সময়ে দেখা যায় তাঁকে। সেই রবিন মিয়া এখন সেলিব্রিটি ক্রিকেট খেলতে ঢাকায়।

ঢাকায় ফিরেই রবিন মিয়াকে দেখা গেল ব্রাজিল ফুটবল দল ও নেইমার–ভক্ত পলাশের সঙ্গে। পলাশের হাতে উপহার তুলে দেওয়ার একটি ভিডিও পোস্ট করা হয়েছে ফেসবুকে। পলাশের ফেসবুকে পোস্ট করা সেই ভিডিওতে দেখা যায়, পলাশের হাতে একটি পানির বোতলসদৃশ বস্তু। এটি হাতে নিয়ে তিনি বলছেন, ‘এটি একটি বিশেষ উপহার, যেটা পেয়েছি একজন স্পেশাল মানুষের কাছ থেকে!’ এ সময় পানির সেই বোতল রবিন মিয়ার হাতে তুলে দিয়ে এর পেছনের ঘটনা বর্ণনা করতে বলেন।এরপর রবিন মিয়া বোতলটি হাতে নিয়ে বলেন, ‘এটি মূলত জুনিয়র নেইমার ইনস্টিটিউটের, ঢাকায় বিশেষ মানুষের জন্য তিনি এটি ব্রাজিল থেকে বহন করে নিয়ে এসেছেন।’

এ সময় রবিন মিয়াকে বলতে শোনা যায়, ‘পলাশ এই বিশেষ উপহারটি ডিজার্ভ করে। কারণ, সে ব্রাজিল ও নেইমারের অন্ধভক্ত।’ পাশে বসা পলাশকে বিশেষ এই উপহার তুলে দিয়ে রবিন মিয়া আরও বলেন, ‘আল্লাহ যদি চায়, তাহলে ভবিষ্যতে নেইমারের কোনো আয়োজনে পলাশকে নিয়ে যাব।’

পলাশ বলেন, ‘আমি নিজেও ফাউন্ডেশন নিয়ে কাজ করি, রবিন ভাই তা আগে থেকেই জানতেন। তাঁর মাধ্যমেই নেইমার বিষয়টি জানতে পেরে খুশি হয়েছেন। তাঁর ফাউন্ডেশন হাজার হাজার বাচ্চাদের নিয়ে কাজ করে। ওই বোতলের ওপরে যে কাজগুলো—সব ওই বাচ্চাদের করা। এটা খুবই স্পেশাল। রবিনের মাধ্যমে তিনি শুনেছেন যে, আমি ব্রাজিল ও তাঁর খুব ভক্ত। তার ওপর আমি নিজেও একটা ফাউন্ডেশন চালাই—সব মিলিয়ে এই স্পেশাল উপহারটি আমি পেয়েছি।’

রবিন মিয়ার মাধ্যমে নেইমারের জন্যও একটি উপহার পাঠানোর ইচ্ছা প্রকাশ করে পলাশ বলেন, ‘আমার ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি উপহার তৈরি করছি। রবিন মিয়ার মাধ্যমে এটি নেইমারের কাছে পাঠাব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *