রাজধানীতে চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই, গ্রেপ্তার ১

রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় গতকাল রোববার রাতে মো. সুজন নামের এক ব্যক্তিকে অচেতন করে তাঁর কাছ থেকে একটি ইজিবাইক ছিনিয়ে নিয়েছে অজ্ঞান পার্টির সদস্যরা। গতকাল রাতে পুলিশ অভিযান চালিয়ে মিরপুর ১০ নম্বর ফলপট্টি থেকে অজ্ঞান পার্টির সদস্য মানিককে (৩৫) গ্রেপ্তার করেছে। পরে তাঁর কাছ ছিনতাই করা ইজিবাইকটি উদ্ধার করা হয়েছে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজ্জাদ রোমন আজ সোমবার প্রথম আলোকে বলেন, গতকাল সকালে সুজন ইজিবাইক চালানোর জন্য বের হন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অজ্ঞান পার্টির সদস্যরা যাত্রীবেশে ইজিবাইকে ওঠে তাঁর সঙ্গে ভাব গড়ে তোলেন। একপর্যায়ে তাঁরা চেতনানাশক যুক্ত খাবার খাইয়ে সুজনকে রাস্তার পাশে ফেলে রেখে আড়াই লাখ টাকা দামের তাঁর ইজিবাইকটি ছিনিয়ে নিয়ে যান। ওই ঘটনায় ইজিবাইকের মালিক আবদুল্লাহ আল মামুন বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা করেন। এরপর পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে মিরপুর ১০ নম্বর ফলপট্টি এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির সদস্য মানিককে গ্রেপ্তার করে। পরে তাঁর তথ্যের ভিত্তিতে ইজিবাইকটি উদ্ধার করা হয়। মানিকের সহযোগীদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। ইজিবাইকের চালককে একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ কর্মকর্তা সাজ্জাদ রোমন বলেন, গ্রেপ্তার হওয়া মানিককে আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠিয়ে দেন। মানিকের বাড়ি দিনাজপুরের পার্বতীপুর থানার গোবিন্দপুরে। তিনি রাজধানীর পল্লবীর মিল্লাত ক্যাম্পে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *