নাগরিকদের ব্যক্তিগত ও গোপন তথ্য বিক্রি চক্রের একজন গ্রেপ্তার: সিআইডি

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন পেজ ও গ্রুপে রাষ্ট্রের নাগরিকদের গুরুত্বপূর্ণ ব্যক্তিগত ও গোপন তথ্য কেনাবেচার সঙ্গে জড়িত চক্রের সদস্য অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তার নাম মো. তোফায়েল হোসেন (২৯)। শুক্রবার বিকেলে কুমিল্লায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে অপরাধ কর্মকাণ্ডে ব্যবহৃত দুটি মুঠোফোন, চারটি সিম ও একটি ল্যাপটপ জব্দ করা হয়।

সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, সিআইডির সাইবার মনিটরিং টিম নিয়মিত মনিটর করাকালে জানতে পারে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাষ্ট্রীয় স্বার্থে ব্যবহৃত হতে পারে যেসব তথ্যাবলি, যেমন জাতীয় পরিচয়পত্র–সংক্রান্ত বিভিন্ন তথ্য, জন্মনিবন্ধনপত্র, মোবাইল অপারেটরের কললিস্ট, লোকেশন, বায়োমেট্রিক তথ্য, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসে (এমএফএস) প্রদত্ত বিভিন্ন তথ্য, পাসপোর্ট, মোবাইল সিম রেজিস্ট্রেশনের ডেটাসহ বিভিন্ন গোপনীয় ব্যক্তিগত তথ্য অর্থের বিনিময়ে অসৎ উদ্দেশ্যে সন্দেহজনকভাবে লেনদেন করছে। সিআইডির কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান চালিয়ে কুমিল্লা থেকে তোফায়েল হোসেনকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে পল্টন থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। তাঁর বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট থানার মৌকরায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *