নিজস্ব প্রতিবেদন:
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় কাদামাটিতে আটকে যাওয়া একটি বন্য হাতিকে উদ্ধার করে পুনরায় বনে ফেরত পাঠানো হয়েছে। উপজেলার কোদালা বিটের তৈলাভাঙ্গা এলাকা থেকে হাতিটি উদ্ধার করা হয়।
বিষয়টি জানিয়েছেন রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মাসুম কবির।কোদালা বনবিট সূত্র জানায়, কোদালায় জঙ্গল থেকে প্রতিদিনই শত শত বন্য হাতি পার্শ্ববর্তী বিলে ঘুরতে বের হয়। আর কাদামাটিতে আটকে যাওয়া হাতিটিও ভোররাতে জঙ্গল থেকে বের হয়ে বিলের মাঝে ঘুরতে আসে। এ সময় হাতিটি কাদামাটিতে গিয়ে আর উঠতে পারেনি। পরবর্তীতে সকাল ৮টার দিকে স্থানীয়রা বন বিভাগকে খবর দিলে সকাল ৮টা থেকে চেষ্টা চালিয়ে সকাল ১১টার দিকে হাতিটিকে উদ্ধার করতে সক্ষম হয়।রেঞ্জ কর্মকর্তা মাসুম কবির বলেন, ‘সকাল ৮টার দিকে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। প্রায় ৩ ঘণ্টার প্রচেষ্টায় হাতিটিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করতে সক্ষম হই। এ সময় ডাক্তার দিয়ে হাতিটির চিকিৎসাও করা হয়। পরবর্তীতে পার্শ্ববর্তী বনে হাতিটিকে ফেরত পাঠানো হয়।’