হোয়াটসঅ্যাপে ডিসির পরিচয় ভুয়া ব্যবহারে প্রতারণা


হোয়াটসঅ্যাপে কক্সবাজারের জেলা প্রশাসক আব্দুল মান্নানের ছবি ও পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে প্রতারণার চেষ্টা করা হচ্ছে। বিষয়টি নজরে আসার পর এ নিয়ে আনুষ্ঠানিক সতর্কতা জারি করেছে জেলা প্রশাসন। সোমবার জেলা প্রশাসকের অফিসিয়াল ফেসবুক পেজ DC Cox’s Bazar–এ একটি পোস্টে বলা হয়, জেলা প্রশাসক কক্সবাজার এর নাম ও ছবি ব্যবহার করে প্রতারণা করার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ প্রদান করা হলো। সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো।

প্রতারণা চক্রের সদস্যরা হোয়াটসঅ্যাপে জেলা প্রশাসকের ছবি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে বার্তা পাঠিয়ে প্রভাব খাটানোর চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি কোনো বার্তা বা নির্দেশনা কখনোই ব্যক্তিগত নম্বর বা অননুমোদিত মাধ্যমে দেওয়া হয় না।

এ ধরনের সন্দেহজনক বার্তা পেলে তা উপেক্ষা করা এবং প্রয়োজন হলে স্থানীয় প্রশাসনকে জানানো আহ্বান জানানো হয়েছে। তবে কার কাছ থেকে টাকা চাওয়া হয়েছে, ওই পোস্টে তা স্পষ্ট ভাবে উল্লেখ করা হয়নি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *