তিন বছর পর নেইমারের হ্যাটট্রিক

নিয়মিতই চোটের সঙ্গে লড়াই করছেন নেইমার। মেডিক্যাল টিমের অনুমতি না থাকার পরও স্পোর্তের বিপক্ষে গত ৩-০ ব্যবধানের জয়ে দুই গোলে অবদান ছিল নেইমারের। এরপর বৃহস্পতিবার হ্যাটট্রিক করে দলকে বের করে এনেছেন অবনমন অঞ্চল থেকে। ব্রাজিলিয়ান লিগ ব্রাসিলেইরাওতে জুভেন্তুদির বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে সান্তোস। সেই ম্যাচে হ্যাটট্রিক করেছেন নেইমার। দীর্ঘ ৩ বছর পর পেশাদার ফুটবলে হ্যাটট্রিক করেছেন তিনি। সবশেষ করেছিলেন ২০২২ সালের এপ্রিলে।
হাঁটুতে চোট থাকা সত্ত্বেও ব্রাজিলিয়ান এই তারকা দ্বিতীয়ার্ধে মাত্র ১৭ মিনিটের ব্যবধানে তিনটি গোলই করেন, যা সান্তোসের জন্য ছিল খুবই দরকারি জয়। জানা গেছে, নেইমারের মৌসুম শেষে বাম হাঁটুর মেনিস্কাস চোট সারাতে সম্ভবত আর্থ্রস্কোপিক অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। বার্সেলোনার সাবেক এই তারকা ৫৬ মিনিটে দ্রুত পাল্টা আক্রমণ থেকে প্রথম গোল করেন। ১০ মিনিটেরও কম সময় পর ইগর ভিনিসিয়ুসের ক্রস থেকে নিখুঁতভাবে দ্বিতীয় গোলটি করেন। এরপর পেনাল্টি থেকে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন। কিছুক্ষণ পরই তাকে ৮৩ মিনিটে বদলি করে নেওয়া হয়। এই জয়ে মৌসুমের এক ম্যাচ বাকি থাকতে সান্তোস অবনমন অঞ্চল থেকে নিজেদের ভালোভাবেই দূরে সরিয়ে নিতে পেরেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *