টি-টোয়েন্টির আইসিসি র‌্যাঙ্কিংয়ে আটে মোস্তাফিজ

আয়ারল্যান্ড সিরিজের প্রথম দুই টি–টোয়েন্টিতে উইকেটশূন্য মোস্তাফিজুর রহমান জ্বলে ওঠেন শেষ ম্যাচে। তার দারুণ বোলিংয়ের প্রতিফলন পড়েছে আইসিসির টি–টোয়েন্টি ফরমেটের র‌্যাঙ্কিংয়ে। বোলারদের তালিকায় অষ্টম স্থানে জায়গা করে নিয়েছেন বাঁহাতি এই পেসার। ধারাবাহিক পারফরম্যান্সে ব্যাটারদের মধ্যে ২১ ধাপ এগিয়েছেন পারভেজ হোসেন। বুধবার প্রকাশিত পুরুষ ক্রিকেটারদের র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে টি–টোয়েন্টি বোলারদের মধ্যে দুই ধাপ এগিয়েছেন মোস্তাফিজ। বোলারদের তালিকায় উন্নতি করেছেন বাংলাদেশের আরও কয়েকজন। ব্যাটসম্যানদের মধ্যেও এগিয়েছেন অনেকে। আইরিশদের ২–১ ব্যবধানে হারানো সিরিজের প্রথম দুই ম্যাচে যথাক্রমে ২৩ ও ৩৯ রান দেন মোস্তাফিজ। পরে সিরিজ নির্ধারণী ম্যাচে ৩ ওভারে করে স্রেফ ১১ দিয়ে ৩ শিকার ধরেন তিনি। টি–টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের বোলারদের মধ্যে সবার ওপরে মোস্তাফিজ। ক্যারিয়ার সেরা পঞ্চম স্থান থেকে তিন ধাপ দূরে তিনি। দ্বিতীয় ম্যাচ তিনটি ও সবশেষ লড়াইয়ে একটি উইকেট নিয়ে ৩ ধাপ এগিয়েছেন শেখ মেহেদি হাসান। চতুর্দশ স্থানে আছেন এই অফ স্পিনিং অলরাউন্ডার। প্রথম ও তৃতীয় ম্যাচ খেলে মোট ৪ শিকার ধরে লেগ স্পিনার রিশাদ হোসেন উন্নতি করেছেন ৫ ধাপ, অবস্থান ১৫তম। সিরিজের প্রথম দুই ম্যাচ খেলে কোনো উইকেট না পেলেও পাঁচ ধাপ অগ্রগতি হয়েছে নাসুম আহমেদের। বাঁহাতি এই স্পিনার আছেন ২৫তম স্থানে। ওই দুই ম্যাচে ৩ উইকেট নিয়ে পেসার তানজিম হাসান দুই ধাপ এগিয়ে ৩৫ নম্বরে।

টি–টোয়েন্টি বোলারদের মধ্যে আগের মতোই সবার ওপরে ভারতের ভারুন চক্রবর্তী। ৪ ধাপ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা চতুর্থ স্থানে উঠে এসেছেন পাকিস্তানি লেগ স্পিনার আবরার আহমেদ। বোলারদের র‌্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগোনো সাইম আইয়ুব (৩৯) অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন। তাকে সরিয়ে গত সপ্তাহে প্রথমবারের মতো চূড়ায় উঠেছিলেন সিকান্দার রাজা। এখন দুইয়ে নেমে গেছেন জিম্বাবুয়ের অলরাউন্ডার।

প্রথম ম্যাচে ব্যর্থ পারভেজ শেষ দুই টি–টোয়েন্টি খেলেন যথাক্রমে ৪৩ ও অপরাজিত ৩৩ রানের ইনিংস। এতে ক্যারিয়ার সেরা ৩৮ নম্বরে জায়গা করে নিয়েছেন তিনি। টি–টোয়েন্টি ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের সবার উপরে তানজিদ হাসান। শেষ ম্যাচে অপরাজিত ফিফটি করলেও এক ধাপ নিচে নেমে এখন ১৯ নম্বরে এই ওপেনার। এছাড়া প্রথম ম্যাচে ৮৩ রানের ইনিংস খেলে ৫ ধাপ এগিয়ে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে যৌথভাবে ৪২তম স্থানে আছেন তাওহিদ হৃদয়।

সবচেয়ে বড় লাফ দিয়েছেন কামিল মিশারা। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে দলের হারের ম্যাচে একাই লড়াই করেন লঙ্কান ওপেনার। ৫৯ রানের ইনিংস খেলে ৯১ ধাপ এগিয়ে এখন ১৮ নম্বরে আছেন তিনি। টি–টোয়েন্টি ব্যাটারদের মধ্যে যথারীতি চূড়ায় ভারতের অভিষেক শর্মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *