বিশ্বে প্রথম এক ডোজের ডেঙ্গু টিকা অনুমোদন দিল ব্রাজিল

ব্রাজিল বুধবার বিশ্বের প্রথম এক ডোজের ডেঙ্গু টিকা অনুমোদন দিয়েছে। খবর বাসসের। কর্তৃপক্ষ এটিকে ঐতিহাসিক অর্জন হিসেবে আখ্যায়িত করেছে, কারণ জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা বৃদ্ধির ফলে বিশ্বব্যাপী মশাবাহিত এ রোগের প্রকোপ বেড়ে চলেছে। ব্রাজিলের রিও ডি জেনেইরো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। ডেঙ্গু হলে তীব্র ফ্লু–সদৃশ উপসর্গ, যেমন্তপ্রচণ্ড ক্লান্তি এবং শরীর ব্যথা হয়। ২০২৪ সালে বৈশ্বিকভাবে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা রেকর্ড মাত্রায় পৌঁছায়।

গবেষকরা ডেঙ্গুর বিস্তারের জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন। ব্রাজিলের স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা এএনভিএসএ সাও পাওলোর বুটানটান ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত বুটানটান ডিভি নামের এই টিকার ব্যবহার ১২ থেকে ৫৯ বছর বয়সিদের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। বর্তমানে বিশ্বে একমাত্র অনুমোদিত ডেঙ্গু টিকা টিএকে০০৩, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য মতে, তিন মাসের ব্যবধানে দুই ডোজ নিতে হয়।

ব্রাজিলে আট বছর ধরে পরিচালিত পরীক্ষার পর উদ্ভাবিত এই একক ডোজ টিকা, দ্রুত এবং সহজ টিকাকরণ কর্মসূচি চালাতে সহায়তা করবে বলে মনে করা হচ্ছে।

বুটানটান ইনস্টিটিউটের পরিচালক এস্পার কালাস সংবাদ সম্মেলনে বলেন, এটি ব্রাজিলে বিজ্ঞান ও স্বাস্থ্য খাতে এক ঐতিহাসিক অর্জন। যে রোগ আমাদের দশকের পর দশক ভোগাচ্ছে, এখন সেটিকে শক্তিশালী অস্ত্র দিয়ে মোকাবিলা করা সম্ভব। ক্লিনিক্যাল ট্রায়ালে ১৬ হাজারের বেশি স্বেচ্ছাসেবী অংশ নেয় এবং নতুন টিকাটি গুরুতর ডেঙ্গু সংক্রমণের বিরুদ্ধে ৯১ দশমিক ৬ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *