ট্রাম্পের হবু পুত্রবধূকে নিয়ে রণবীরের নাচ

কয়েকদিনের জন্য ভারতে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুত্র ট্রাম্প জুনিয়র। যেই যাত্রায় তার সঙ্গী হয়েছেন প্রেমিকা বেটিনা আন্ডারসন। উদয়পুরে জমে উঠেছে যুক্তরাষ্ট্র প্রবাসী ভারতীয় বংশোদ্ভূত ধনকুবের রামা রাজু মন্তানার কন্যা নেত্রা মন্তানার বিয়ের আসর। মেগাবাজেটের সেই বিয়েবাড়ির আমন্ত্রণ রক্ষার্থে হবু স্ত্রীকে নিয়ে ভারত সফরে এসেছেন ডোনাল্ড ট্রাম্প পুত্র। আর সেই ‘বিগ ফ্যাট ওয়েডিং’য়েই ট্রাম্পের বাড়ির হবু বউমাকে নিয়ে নাচে মজলেন বলিউড তারকা রণবীর সিং। যে ভিডিও দেখে তোলপাড় সামাজিকমাধ্যম।

ভিডিওতে দেখা গেল, মঞ্চে উঠে প্রথমেই ট্রাম্পপুত্র এবং তার প্রেমিকার সঙ্গে কুশল বিনিময় করেন রণবীর সিং। ঠিক তারপরই বেটিনা আন্ডারসনের হাত ধরে ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ সিনেমার সুপাহহিট গান ‘হোয়াট ঝুমকা’ গানে নাচা শুরু করলেন রণবীর। বলিউড অভিনেতার এমন এনার্জি আর ডান্স স্টেপ দেখে চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারেননি ট্রাম্প জুনিয়রের প্রেমিকাও। রণবীরের দিকে চেয়ে বলিউডি নাচ শিখলেন এবং মঞ্চ মাতালেন।

বলিউড নায়কের সঙ্গে বেটিনা আন্ডারসনের পারফরমেন্স দেখে রীতিমতো ‘থ’ জুনিয়র ট্রাম্প। তবে হাততালি দিয়ে উল্লাস প্রকাশ করতে ভোলেননি তিনি। আর সেই মুহূর্তই ক্যামেরাবন্দি করে আপাতত সামাজিকমাধ্যমে শোরগোল ফেলে দিয়েছে। কানাঘুষা, খুব শীঘ্রই জুনিয়র ট্রাম্পের সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে চলেছেন বেটিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *