টেলিগ্রাফ কিনতে ৫০ কোটি পাউন্ডের চুক্তি স্বাক্ষর করেছে ডেইলি মেইল

যুক্তরাজ্যের ট্যাবলয়েড ডেইলি মেইল–এর মালিক ডেইলি মেইল অ্যান্ড জেনারেল ট্রাস্ট গতকাল শনিবার জানিয়েছে, দ্য টেলিগ্রাফ সংবাদপত্রটি কেনার জন্য তারা মার্কিন–আমিরাতি কনসোর্টিয়াম রেডবার্ড আইএমআই–এর সঙ্গে ৫০ কোটি পাউন্ডের চুক্তি করেছে। খবর বাসসের।

লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। ডিএমজিটি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, টেলিগ্রাফ মিডিয়া গ্রুপ অধিগ্রহণের জন্য রেডবার্ড আইএমআই–এর সঙ্গে ৫০কোটি পাউন্ড মূল্যে একটি চুক্তি স্বাক্ষর করেছে ডিএমজিটি।

 ডিএমজিটি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, টেলিগ্রাফ মিডিয়া গ্রুপ অধিগ্রহণের জন্য রেডবার্ড আইএমআই–এর সঙ্গে ৫০কোটি পাউন্ড মূল্যে একটি চুক্তি স্বাক্ষর করেছে ডিএমজিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *