বাংলাদেশে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সহমর্মিতা ও সমবেদনা জানিয়েছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র। উভয় পক্ষই জানিয়েছে যে তারা ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে।
শুক্রবার (২১ নভেম্বর) এক ফেসবুক পোস্টে জাতিসংঘ জানায়, তারা পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে এবং ক্ষতিগ্রস্তদের প্রতি আন্তরিক সমবেদনা ও পূর্ণ সমর্থন প্রকাশ করছে।
ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসও পৃথকভাবে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
প্রাথমিক প্রতিবেদন অনুসারে, এ ভূমিকম্পে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও অনেকে। আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) জানায়, কম্পনটি নরসিংদীর মাধবদী এলাকায় অনুভূত হয়, যা আগারগাঁওস্থ বিএমডি সিসমিক সেন্টার থেকে প্রায় ৩৩ কিলোমিটার পূর্বে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নরসিংদী শহরের পশ্চিম-দক্ষিণপশ্চিমে প্রায় ১৪ কিলোমিটার দূরে এবং এর উৎপত্তিস্থলের গভীরতা ছিল ১০ কিলোমিটার।