বেলেমে কপ৩০ সম্মেলনে আগুন

ব্রাজিলের বেলেমে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩০–এর ভেন্যুতে বড় ধরনের অগ্নিকাণ্ড হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জনাকীর্ণ প্যাভিলিয়নের ভেতর আগুন ছড়িয়ে পড়তেই কয়েক হাজার প্রতিনিধিকে দ্রুত বেরিয়ে যেতে হয়।

আলোচনার শেষ ধাপ চলছিল ঠিক সেই সময়। আচমকা ধোঁয়া আর উত্তাপ টের পেয়ে ভেন্যু জুড়ে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। নিরাপত্তাকর্মীরা দিক-নির্দেশনা দিতে দৌড়াচ্ছিলেন, আর দমকলকর্মীরা ভেতরের শামিয়ানা ঘেরা অংশে ঢুকে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিলেন। কারও কারও মুখে শোনা যায়, ‘সালিডা! সালিডা! গেট আউট!’

আগুনের সূত্রপাত হয় দেশগুলোর প্যাভিলিয়ন জোনে, যেখানে সাধারণত প্রদর্শনী, আলোচনা আর প্রতিনিধিদের জন্য নানা আয়োজন চলে। ঠিক কোথা থেকে আগুন শুরু হয়েছে তা এখনো নিশ্চিত করা যায়নি। 

কপ সভাপতির দপ্তরের একটি সূত্র জানায়, স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে কোনো আহতের খবর পাওয়া যায়নি, তবে কর্মকর্তারা বলেছেন পরিস্থিতি পর্যবেক্ষণে আছে। অ্যামাজন অঞ্চলের পুরোনো একটি বিমানবন্দরের জায়গায় নির্মিত বিশাল তাঁবু–ভিত্তিক এই ভেন্যুতে দিনের বেশির ভাগ সময়ই হাজার হাজার মানুষ চলাচল করেন।

হঠাৎ এ অগ্নিকাণ্ডে সম্মেলনের আলোচনা তালিকাও ব্যাহত হয়। প্রতিনিধি ও আয়োজকেরা বলছেন, পরিস্থিতি স্থিতিশীল হলে পুরো কার্যক্রম আবার শুরু করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *