স্মার্টফোনে ভূমিকম্প অ্যালার্ট চালু করবেন যেভাবে

ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ভূমিকম্প অন্যতম। কয়েক সেকেন্ড আগেই সতর্কবার্তা পেলে ক্ষয়ক্ষতির মাত্রা অনেক কমানো যায়। অ্যান্ড্রয়েড ও আইফোন—দুই প্ল্যাটফর্মেই এখন চালু করা যায় ভূমিকম্প অ্যালার্ট সিস্টেম। ছোট্ট কিছু সেটিংস বদলালেই আপনার ফোন আপনাকে আগে থেকে সতর্ক করবে।

বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক জাপান ভূমিকম্পের মতো পরিস্থিতি মোকাবিলায় এই অ্যালার্ট সিস্টেম অত্যন্ত কার্যকর।

ভূমিকম্প অ্যালার্টের সুবিধা

  • কয়েক সেকেন্ড আগেই সতর্কবার্তা পাওয়া যায়
  • আশপাশের মানুষকে দ্রুত সতর্ক করার সুযোগ
  • অ্যান্ড্রয়েড এবং আইফোন—উভয় ফোনেই চালু করা যায়

অ্যান্ড্রয়েড ফোনে ভূমিকম্প অ্যালার্ট চালু করার উপায়

  • ফোনে থাকতে হবে Android 5 বা তার বেশি ভার্সন
  • ওয়াইফাই বা মোবাইল ডেটা চালু রাখুন
  • লোকেশন অন রাখুন
  • Settings → Search “Safety & Emergency” → Earthquake Alerts → On
    এতেই সক্রিয় হবে ভূমিকম্প অ্যালার্ট।

আইফোনে ভূমিকম্প অ্যালার্ট চালু করার নিয়ম

অ্যাপল আবহাওয়া দপ্তরের তথ্যের ভিত্তিতে জরুরি সতর্কবার্তা পাঠায়।

  • Settings → Notifications → Government Alerts / Emergency Alerts → On
    এগুলো অন করলে ভূমিকম্পসহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সময় ফোনে সাইরেন বাজবে।

বিশেষজ্ঞরা বলছেন, উপকূলীয় বা ভূমিকম্পপ্রবণ এলাকায় থাকা সবারই এই অ্যালার্ট চালু রাখা জরুরি। লোকেশন ও ইন্টারনেট চালু না থাকলে অ্যালার্ট পৌঁছাবে না—এ বিষয়েও সতর্ক থাকতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *