ছাত্রজীবনকে এখন শুধু বই-পড়া বা ক্লাস-পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ রাখা হয় না। শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা, উদ্যোক্তা দক্ষতা ও অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি করছেন। বিশেষ করে ডিজিটাল মাধ্যম, ই-কমার্স ও সেবা ভিত্তিক ব্যবসার বিস্তারে ছাত্রজীবনেই নানা ধরনের ছোট ব্যবসা শুরু করা অনেক সহজ হয়েছে।
১. অনলাইন রিসেলিং বা ছোট ই-কমার্স ব্যবসা:
ফেসবুক বা ইনস্টাগ্রামে ছোট একটি পেজ খুলে পোশাক, কসমেটিকস, বই, গ্যাজেট বা হ্যান্ডমেড পণ্য বিক্রি করা যায়। ড্রপশিপিং মডেল হলে পণ্য নিজের কাছে রাখার প্রয়োজন হয় না। সঠিক মার্কেটিং ও গ্রাহক সেবা দিয়ে নিয়মিত আয় সম্ভব।
২. টিউশন বা ছোট টিউশন সেন্টার:
এক বা দুইজন শিক্ষার্থীর সঙ্গে ছোট টিউশন সেন্টার বা কোচিং ক্লাস চালিয়ে আয়ের পাশাপাশি নিজের বিষয় দক্ষতা বৃদ্ধি করা যায়।
৩. গ্রাফিক ডিজাইন ও ডিজিটাল সার্ভিস:
গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, মোশন গ্রাফিক্স বা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট শেখে Fiverr, Upwork বা স্থানীয় ক্লায়েন্টদের কাছে কাজ পাওয়া সম্ভব। বিশ্ববিদ্যালয় এলাকায় ছোট স্টুডিও খুলেও ডিজাইন-প্রিন্টিং সার্ভিস চালানো যায়।
৪. কন্টেন্ট ক্রিয়েশন ও সোশ্যাল মিডিয়া ব্যবসা:
ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ বা টিকটকে তথ্যবহুল বা বিনোদনধর্মী কন্টেন্ট তৈরি করে স্পনসরশিপ, অ্যাড রেভিনিউ ও প্রোডাক্ট প্রমোশনের মাধ্যমে আয় করা যায়।
৫. ফুড-বেইজড মাইক্রো বিজনেস:
কেক, বেকারি আইটেম বা হোস্টেল-মেসে খাবারের চাহিদা থাকে। ছোট কিচেন সেটআপ, ভালো প্যাকেজিং ও অনলাইন ডেলিভারি দিয়ে শুরু করা সম্ভব।
৬. ইভেন্ট ম্যানেজমেন্ট ও ফটোগ্রাফি:
সেমিনার, ক্লাব ফেস্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করে আয় করা যায়। সঙ্গে ফটোগ্রাফি ও ভিডিও কভারেজ যুক্ত করলে ব্যবসা আরও লাভজনক হয়।
৭. অ্যাপ-ভিত্তিক বা ক্যাম্পাস সার্ভিস:
স্টেশনারি, প্রিন্টিং, লজিস্টিক, নোট সরবরাহ বা মেস-খাবার ডেলিভারি সেবা দিয়ে ক্যাম্পাসে ভালো আয় করা যায়।
৮. লেখালেখি, অনুবাদ ও একাডেমিক সার্ভিস:
ব্লগ রাইটিং, নিউজ রাইটিং, অনুবাদ, এসাইনমেন্ট গাইডলাইন, থিসিস প্রুফরিডিং বা ডেটা এন্ট্রি সার্ভিস দিয়ে ফ্রিল্যান্স কাজ করা যায়।
ছাত্রজীবনে ব্যবসা শুরু করার সুবিধা হলো ঝুঁকি কম, শেখার সুযোগ বেশি, আর উদ্যোক্তা মানসিকতা তৈরি হয় দ্রুত। সৃজনশীলতা, সময় ব্যবস্থাপনা ও দক্ষতা থাকলেই ছাত্রজীবনেই সফল ব্যবসা শুরু করা সম্ভব।