অভিনেত্রী ভদ্রা বসু মারা গেছেন

ভারতের পশ্চিমবঙ্গের বর্ষীয়ান অভিনেত্রী ও পরিচালক ভদ্রা বসু মারা গেছেন। শুক্রবার রাতে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল প্রায় ৬৫ বছর।

ভদ্রা বসু ছিলেন প্রখ্যাত নাট্য নির্দেশক ও অভিনেতা অসিত বসুর সহধর্মিণী। তাদের দুই সন্তান দামিনী বেণী বসু ও আনন্দী বসুও অভিনয়ে যুক্ত।

ভদ্রা বসুর মেয়ে দামিনী বেণী বসু ভারতীয় গণমাধ্যমকে জানান, কিছুদিন ধরেই গুরুতর শারীরিক অসুস্থতায় ভুগছিলেন ভদ্রা বসু। শুরুতে তার গলব্লাডারে স্টোন ধরা পড়ে। তবে অতিরিক্ত রক্তচাপ এবং হৃদযন্ত্রে সমস্যার কারণে তাৎক্ষণিক অস্ত্রোপচার করা সম্ভব হয়নি। ওষুধের মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চলছিল। কিন্তু পরিস্থিতি আরও জটিল হয় যখন হঠাৎ করেই তিনি ঘরে পড়ে গিয়ে মস্তিষ্কে আঘাত পান। তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে কলকাতার বিখ্যাত এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তিনি আরও জানান, গেল তিনদিন আগে বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে তার মায়ের মস্তিষ্কে জটিল অস্ত্রোপচার হয়। এর মাঝে আবার তার কিডনির সমস্যাও দেখা দেয়। চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে শুক্রবার রাতে মারা গেলেন তিনি।

মঞ্চ ও ক্যামেরার সামনে ভদ্রা বসু ছিলেন এক অসামান্য অভিনেত্রী। সম্প্রতি বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। সুমন মুখোপাধ্যায়ের ‘পুতুলনাচের ইতিকথা’ এবং অনিলাভ চট্টোপাধ্যায়ের ‘বেলা’ ছবিতে তার অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *