যুক্তরাষ্ট্রে শত শত অভিবাসীকে জামিনে মুক্তির নির্দেশ

যুক্তরাষ্ট্রের এক ফেডারেল বিচারক বুধবার শিকাগোতে ট্রাম্প প্রশাসনের অভিবাসন অভিযানে আটক শত শত অনিবন্ধিত অভিবাসীকে জামিনে মুক্তির নির্দেশ দিয়েছেন। খবর বাসসের।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি খবর জানিয়েছে। ডিস্ট্রিক্ট জজ জেফরি কামিংস তার আদেশে বলেছেন, যেসব অভিবাসী নিরাপত্তার জন্য হুমকি নন, তাদের অভিবাসন মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিনে মুক্তি দেওয়া যাবে। শিকাগো ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, বিচারকের এই আদেশ সেসব অভিবাসীদের ক্ষেত্রে প্রযোজ্য, যাদের সম্ভাব্য কোনো কারণ ছাড়াই গ্রেফতার করা হয়েছে। দৈনিকটি আরও জানিয়েছে, বিচারকের আদেশ অনুযায়ী, আটক ব্যক্তিদের ১ হাজার ৫০০ ডলারের জামিনে মুক্তি দেওয়া যাবে এবং তাদের ওপর নজরদারির ব্যবস্থা থাকবে, যার মধ্যে ইলেকট্রনিক গোড়ালি ব্রেসলেটও অন্তর্ভুক্ত। শিকাগো অঞ্চলে অপারেশন মিডওয়ে ব্লিটজ নামে অভিবাসন অভিযানের সময় হাজার হাজার অভিবাসী গ্রেফতার হয়েছে। আটকদের অনেকেই ইতোমধ্যে নির্বাসিত হয়েছে অথবা স্বেচ্ছায় দেশ ত্যাগ করতে সম্মত হয়েছে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) এক্স–এ দেওয়া এক পোস্টে বিচারকের এই রায়ের তীব্রভাবে নিন্দা জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *