৩,৮০০ শিশুর হার্ট সার্জারির খরচ বহন, গিনেস বুকে নাম উঠল জনপ্রিয় গায়িকার

গান গেয়ে মানুষের মন জয় করেছেন, আর মানবসেবা করে জিতে নিয়েছেন হৃদয়। বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী পলক মুচ্ছল এবার নাম তুললেন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস-এ—তাও মানবতার জন্য এক অনন্য কৃতিত্বে।

তিনি এতদিন মুগ্ধ করেছেন শ্রোতাদের সুরের মায়ায়, এবার আলো জ্বেলেছেন হাজারো শিশুর জীবনে। নিজের স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ৩,৮০০ জন দরিদ্র শিশুর হার্ট সার্জারির সম্পূর্ণ খরচ বহন করেছেন এই সঙ্গীতশিল্পী। এই মহৎ উদ্যোগের জন্যই পলকের নাম উঠেছে গিনেস বুক ও লিমকা বুক অব রেকর্ডসে।

ভারতীয় গণমাধ্যম জানায়, শৈশব থেকেই মানবসেবায় ব্রতী পলক। ২০১১ সালে তিনি প্রতিষ্ঠা করেন ‘পলক-পলাশ চ্যারিটেবল ফাউন্ডেশন’, যার লক্ষ্য অসহায় ও দরিদ্র শিশুদের চিকিৎসায় সহায়তা করা।

এক সাক্ষাৎকারে পলক বলেন, “খুব ছোট আকারে কাজটা শুরু করেছিলাম। তখন মাত্র সাত বছরের এক শিশুর জীবন বাঁচাতে পেরেছিলাম। এখন এটাই আমার জীবনের সবচেয়ে বড় মিশন।”

তিনি আরও জানান, “আমার প্রতিটি কনসার্টের আয়ের পুরো অর্থ শিশুদের হার্ট সার্জারির জন্য ব্যয় করা হয়। যেসব পরিবার এত খরচ বহন করতে পারে না, তাদের কথা ভেবেই এই ফাউন্ডেশন গঠন করেছি।”

মানবসেবার এই যাত্রা শুরু হয়েছিল অনেক আগেই। মাত্র আট বছর বয়সে কার্গিল যুদ্ধে আহত সেনাদের সাহায্যের জন্য রাস্তায় গান গেয়ে ২৫ হাজার রুপি তুলেছিলেন পলক। একই বছর ওড়িশায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য নিজের খরচে ত্রাণ পাঠান তিনি।

পরবর্তীতে এক স্কুলছাত্রীর হার্ট সার্জারির জন্য ৫১ হাজার রুপি সংগ্রহ করেন। ওই উদ্যোগে অনুপ্রাণিত হয়ে খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠি বিনামূল্যে শিশুটির অপারেশন করেন। সেখান থেকেই শুরু পলক মুচ্ছলের হার্ট ফাউন্ডেশনের যাত্রা।

এরপর একে একে হাজারো শিশুর বুকে ফিরে এসেছে জীবনের স্পন্দন। মানবতার এমন দৃষ্টান্ত স্থাপনের জন্য এবার আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন এই বলিউড তারকা। মানবসেবার কারণে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস-এ নাম ওঠা তিনি প্রথম বলিউড গায়িকা।

পলকের এই অর্জনে উচ্ছ্বসিত তাঁর সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। সোশ্যাল মিডিয়ায় ভাসছে অভিনন্দনের বার্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *