২০২৬ বিশ্বকাপ খেলতে পারবেন না নেইমার!

আর কত অপেক্ষা করতে হবে নেইমারকে? ৩৩ বছর বয়সী এই সুপারস্টার চোটের সঙ্গে লড়াই করতে করতে ক্লান্ত হয়ে গেছেন। সাম্প্রতিক চোট কাটিয়ে উঠলেও ফিটনেসের বিষয়টি সামনে চলে এসেছে। যে কারণে ব্রাজিল দলে নেইমারকে ডাকছেন না কোচ কার্লো আনচেলত্তি। 
চলতি বছরের শেষ ফিফা উইন্ডোতে চলমান নভেম্বরে দুটি প্রীতি ম্যাচ খেলবে রেকর্ড সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচ দুটির জন্য কোচ আনচেলত্তি মঙ্গলবার সেলেসাওদের ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন। এবারও জাতীয় দলে জায়গা হয়নি নেইমার জুনিয়রের। এর ফলে আগামী ২০২৬ বিশ্বকাপে তার খেলা নিয়েও সংশয় সৃষ্টি হয়েছে! সেনেগাল ও তিউনিসিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের দল ঘোষণার সময় নেইমার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আনচেলত্তি বলেন, আমি নেইমারের সঙ্গে আবার কথা বলেছি। দেখা যাক চোট থেকে কবে ফিরতে পারে। পুরো বিশ্বকাপ খেলতে হলে খেলোয়াড়ের উচ্চমাত্রার শারীরিক প্রস্তুতি থাকা জরুরি। আমি কোনো খেলোয়াড়কে দলে নেব না; যদি সে পুরোপুরি ফিট না থাকে।
স্প্যানিশ পরাশক্তি রিয়াল মাদ্রিদের সাবেক কোচ বলেন, আমাদের দলে এমন খেলোয়াড় দরকার যারা সর্বোচ্চ শারীরিক ফিট অবস্থায় থাকবে। নেইমারকে পরীক্ষা করার প্রয়োজন নেই, সবাই জানে সে কেমন খেলোয়াড়। কিন্তু জাতীয় দলে ফেরার আগে তাকে ফিট হতে হবে। ভালো শারীরিক অবস্থায় না থাকলে সে দলকে সাহায্য করতে পারবে না। নেইমারের অনুপস্থিতিতে এবার ব্রাজিল দলে জায়গা পেয়েছেন বেশ কয়েক নতুন মুখ। কাতার বিশ্বকাপের পর প্রথমবারের মতো ডাক পেয়েছেন ফ্যাবিনহো। বায়াহিয়ার ডিফেন্ডার লুসিয়ানো জুবা ও পালমেইরাসের তরুণ ফরোয়ার্ড ভিতোর রোকে।

তারাও আছেন আনচেলত্তির দলে। নতুনদের নিয়ে আশাবাদী ব্রাজিল কোচ বলেন, আমি এই ম্যাচগুলোতে নতুন কিছু খেলোয়াড়কে পর্যবেক্ষণ করতে চাই। ফ্যাবিনহো, লুসিয়ানো জুবা, ভিতোর রোকে। ওরা সবাই দারুণ মৌসুম কাটাচ্ছে। এবার আমাদের দলে ব্রাসিলেইরাও থেকে সাতজন খেলোয়াড় আছে, যা লিগটির মানের প্রমাণ। এই দুই ম্যাচে আমরা জাতীয় দলের জন্য আরও স্থিতিশীল একটি ভিত্তি গড়ে তুলতে চাই।
এবারের উইন্ডোতে ব্রাজিলের দুই ম্যাচের প্রতিপক্ষই আফ্রিকান দেশ। ১৫ নভেম্বর লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে সেনেগালের বিপক্ষে খেলবে সেলেসাওরা। ১৮ নভেম্বর ভিনিসিয়াস-রাফিনহারা ফ্রান্সের লিলে ডেকাথলন স্টেডিয়ামে তিউনিসিয়ার বিরুদ্ধে খেলবেন। এই দুটি দেশই আফ্রিকা মহাদেশের বাছাই থেকে ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *