শাকিব এখন কী করছেন? খোঁজ নিয়েছেন অমিতাভ

কয়েক যুগ ধরে বলিউডকে শাসন করা অভিনেতা অমিতাভ বচ্চন বাংলাদেশের সিনেমা নিয়ে আগ্রহ দেখিয়েছেন। খবর বিডিনিউজের।

ঢাকাই সিনেমা নিয়ে নিজের মনোভাবের কথা অভিনেতা প্রকাশ করেছেন নির্মাতা আবু হায়াত মাহমুদের কাছে। এসময় তিনি ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সিনেমা দেখেছেন বলেও জানিয়েছেন। আনন্দবাজার লিখেছে, মুম্বাইয়ের এক বিজ্ঞাপনচিত্রের সেটে হঠাৎ করে অমিতাভের দেখা পান মাহমুদ। ওই সেটেই কাজ করছিলেন শাকিব খানের আগামী সিনেমা ‘প্রিন্স’ সিনেমাটোগ্রাফার অমিত রায়।

অমিতের আমন্ত্রণে মুম্বাই সফররত পরিচালক মাহমুদ ও প্রযোজক শিরিন সুলতানা পৌঁছে যান অমিতাভের শুটিং লোকেশনে। আর সেখানে ঘটে চমকপ্রদ সেই মুহূর্ত। তার একটি বিজ্ঞাপনের শুটিং করছেন অমিতাভ স্যার। অমিতের সূত্রে তার সঙ্গে যোগাযোগ। আমরা দেখা করি বর্ষীয়ান অভিনেতার সঙ্গে।

মাহমুদ বলেন, অমিতাভের সঙ্গে কথা বলতে গিয়ে দেখেন, বিগ বি বাংলাদেশের সিনেমা সম্পর্কেও যথেষ্ট ওয়াকিবহাল আছেন। তাই কথা বলতে তাদের কোনো অসুবিধা হয়নি বলে জানিয়েছেন মাহমুদ। মাহমুদ বলেন, অমিতাভ বচ্চন শাকিব খানের সিনেমা দেখেছেন।

তার কাজ সম্পর্কে জানতে চাইলেন। বাংলাদেশের বর্তমান বিনোদন দুনিয়া নিয়েও বেশ আগ্রহ তার। তবে আমাদের এই সিনেমা নিয়ে কাজের কথা হয়নি। শাকিবের প্রিন্স সিনেমাটি আসছে আগামী ঈদে। আর তাতে একাধিক নায়িকা অভিনয় করছেন। তবে পাল্লা ভারি কলকাতার দিকে।

আনন্দবাজার লিখেছে ‘প্রিন্স’ সিনেমায় শাকিবের বিপরীতে কলকাতা থেকে থাকছেন রুক্মিণী মৈত্র ও ইধিকা পাল। তবে বাংলাদেশের অভিনেত্রীর নাম এখনো চূড়ান্ত করেনি প্রযোজনা সংস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *