ইলন মাস্কের জন্য ১ ট্রিলিয়ন ডলারের বেতন প্যাকেজ অনুমোদন

বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের জন্য ১ ট্রিলিয়ন ডলারের বেতন প্যাকেজ অনুমোদন দিয়েছেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা। অনুমোদিত প্যাকেজ অনুযায়ী, আগামী দশ বছরে মাস্ককে তাঁর পারফরম্যান্সের মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্য পূরণ করতে হবে। সফল হলে তিনি টেসলার ১ ট্রিলিয়ন (১ লাখ কোটি) ডলার সমমূল্যের শেয়ার পাবেন।

তবে মাস্ক যে পুরো অর্থই পাবেন বিষয়টি এমনও নয়। আল জাজিরা জানিয়েছে, বেতনের একটি অংশ কোম্পানিতে ফেরত দিতে হবে। সেটি বাদ দিয়ে মাস্কের বেতনের পরিমাণ দাঁড়াবে ৮৭৮ বিলিয়ন ডলার।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার টেক্সাসের অস্টিনে টেসলার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সেখানে বেতনের ওই প্যাকেজের পক্ষে মাস্ক ৭৫ শতাংশ শেয়ারহোল্ডারদের সমর্থন পান। পরে এক প্রতিক্রিয়ায় মাস্ক বলেন, ‘আমি সত্যিই কৃতজ্ঞ। বিনিয়োগকারী হিসেবে আপনারা অসাধারণ।’

ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, বর্তমানে মাস্কের সম্পদের পরিমাণ প্রায় ৪৭৩ বিলিয়ন ডলার। নতুন প্যাকেজ বাস্তবায়িত হলে তিনি ইতিহাসের প্রথম ট্রিলিয়নিয়ার হবেন। মাস্কের বেতন প্যাকেজ ঘোষণার পর শুক্রবার প্রি-মার্কেট ট্রেডিংয়ে টেসলার শেয়ার ২ শতাংশ বেড়েছে। গত ৬ মাসে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৬২ শতাংশের বেশি।

যেসব লক্ষ্য পূরণ করতে হবে
এর মধ্যে আছে, আগামী ১০ বছরে ২০ মিলিয়ন গাড়ি উৎপাদন। সড়কে ১ মিলিয়ন কার্যকরী রোবোট্যাক্স (স্বয়ংচালিত ট্যাক্সি) নামাতে হবে। টেসলার গাড়িতে ফুল সেলফ-ড্রাইভিং সাবস্ক্রিপশন ব্যবহারকারীর সংখ্যা বাড়াতে হবে ১০ মিলিয়ন। লাভ করতে হবে ৪০০ বিলিয়ন ডলার। 

শর্ত আরও আছে। যেমন- টেসলার বর্তমান বাজার মূলধন ১ দশমিক ৫ ট্রিলিয়ন থেকে বাড়িয়ে ২ ট্রিলিয়নের বেশি করতে হবে। এটিও বাড়াতে হবে ৯টি ধাপে। প্রতিটি ধাপে বাড়াতে হবে ৫০০ বিলিয়ন ডলার। যাতে ২০৩৫ সালের মধ্যে বাজার মূলধন সাড়ে ৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছায়।

আল জাজিরা বলছে, এসব লক্ষ্য পূরণ করতে পারলেই ইলন মাস্ক টেসলার শেয়ার ও নগদ মিলিয়ে অনুমোদিত বেতন প্যাকেজ পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *