বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের শুক্রবার (৭ নভেম্বর) বলেছেন, আগামী নির্বাচনে দেশে মিরাকল ঘটতে পারে। তিনি এই মন্তব্য করেন বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্রশিবির আয়োজিত কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধি সংবর্ধনা-২০২৫ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে।
ডা. তাহের বলেন, ছাত্রশিবির পরপর চারটি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেট অর্জন করেছে। এটি প্রমাণ করেছে যে, ছাত্রশিবির শুধু একটি সংগঠন নয়, এটি সমগ্র দেশের ছাত্র-সমাজের প্রতিনিধিত্ব করছে।
তিনি আরও বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে টর্চার সেল বন্ধ হয়েছে এবং গাঁজা-মদের আড্ডা বন্ধ হয়ে গেছে। তরুণ ছাত্র-ছাত্রীরা একটি আদর্শবাদী দলকে সমর্থন দিয়েছে। আগামী নির্বাচনে ৪ কোটি তরুণ ছাত্র সমাজ সেই ধারাবাহিকতায় দেশের পজিটিভ পরিবর্তনের জন্য আদর্শবাদী দলগুলোকে বিজয়ী করতে সহায়তা করবে।
তাহের বলেন, “আগামী নির্বাচনে আরেকটি মিরাকল হতে পারে। ইনশাআল্লাহ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ জয়ের প্রতিফলন ভবিষ্যতেও দেখা যাবে। আমরা এতে দৃঢ়ভাবে বিশ্বাস করি।”
ছাত্রসংসদ নেতাদের উদ্দেশ্য করে তিনি বলেন, জুলাই বিপ্লব বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্তের বিনিময়ে হয়েছে এবং সারা দেশ তাদের সঙ্গে ছিল। আপনাদের সংগ্রাম ফ্যাসিবাদকে বিতাড়িত করেছে ভারতে, কিন্তু এই সংগ্রাম এখনও শেষ হয়নি। এই সংগ্রামের মাধ্যমে দেশের দুর্নীতি দূর করতে হবে এবং এই লড়াইয়ে ছাত্রসংসদের প্রতিনিধিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।