মার্কিন সেনাবাহিনী শীঘ্রই দুটি নতুন স্যাটেলাইট-জ্যামিং ব্যবস্থা চালু করতে যাচ্ছে। তাদের নাম মিডোল্যান্ডস এবং রিমোট মড্যুলার টার্মিনালস। এই সিস্টেমগুলো মূলত চীনা ও রাশিয়ার গোয়েন্দা স্যাটেলাইগুলোকে সাময়িকভাবে ব্লক বা জ্যাম করার জন্য তৈরি করা হয়েছে।
স্পেস ফোর্সের তথ্য অনুযায়ী, নতুন সিস্টেমগুলো বিশ্বব্যাপী ছড়িয়ে থাকবে এবং দূর থেকে পরিচালনা করা যাবে। এগুলো মূলত চীনের ক্রমবর্ধমান মহাকাশভিত্তিক হুমকিকে লক্ষ্য করে তৈরি করা হয়েছে। বর্তমানে চীনের কক্ষপথে ১,১৮৯টিরও বেশি কৃত্রিম উপগ্রহ রয়েছে, যার মধ্যে অন্তত ৫১০টি গোয়েন্দা, নজরদারি ও পর্যবেক্ষণ কাজে ব্যবহার করা হয়। এই উপগ্রহগুলো চীনের জন্য মার্কিন বিমানবাহী নৌবাহিনী, অভিযাত্রী বাহিনী এবং বিমান উইংগুলোকে ট্র্যাক করতে সহায়তা করে।
এল৩হ্যারিস টেকনোলজিসে প্রতিষ্ঠানের তৈরি মিডোল্যান্ডস সিস্টেমটি প্রযুক্তিগত সমস্যার কারণে কিছুটা বিলম্বিত হয়েছে, এটি বর্তমানে চূড়ান্ত প্রশিক্ষণ, লাইভ-ফায়ার এক্সারসাইজ ও মিশন রিহার্সালের পর্যায়ে রয়েছে। স্পেস অপারেশন কমান্ড এই সিস্টেমটি চলতি অর্থবছরের মধ্যে কার্যকর করার আশা করছে।