জীবনবোধের সিনেমা ‘ঝরা পাতার চিঠি’

ভালোবাসা, অনুশোচনা ও আত্মত্যাগের মিশেলে জীবনবোধের গল্পে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঝরা পাতার চিঠি’। শায়লা রহমানের পরিচালনায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন পার্থ বড়ুয়া। বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে দুই দিন প্রদর্শিত হবে সিনেমাটি।

শায়লা রহমান বলেন, ঝরা পাতার চিঠি মূলত মানুষ ও জীবনের সম্পর্কের গল্প। আমরা যতই আধুনিক হই না কেন, ভালোবাসা, বিবেক ও অনুশোচনার ভেতরেই মানুষ সত্যিকার অর্থে নিজেকে খুঁজে পায়। সেই খোঁজটাই আমাদের বাস্তবতার মুখোমুখি করবে। নানা প্রশ্নের মুখোমুখি করবে। খবর বিডিনিউজের।

গানের পাশাপাশি একসময় নাটকে অভিনয় করে দর্শকপ্রিয় হয়ে উঠেছেন সংগীতশিল্পী পার্থ বড়ুয়া। দুই বছর আগে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত সিনেমা ‘মেড ইন চিটাগং’–এও তিনি ছিলেন । দীর্ঘদিন পর আবার এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন পার্থ। পার্থ বলেন, আমাদের গল্পটি সমসাময়িক। জীবনবোধের চিত্র এখানে উঠে এসেছে। ভালোবাসা, অনুশোচনা ও আত্মত্যাগের মিশেলে নির্মিত চলচ্চিত্রটি দর্শকদের মনোজগতের জটিল আবেগ ও সিদ্ধান্তের গভীরে নিয়ে যাবে।

চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন স্বর্ণালী চৈত্রী, আরজুমান্দ আরা বকুল, নাজমুল হক এবং সাবিকুন্নাহার কাঁকন। চলচ্চিত্রটির প্রযোজক তাপস দাস ও কামাল বায়েজিদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *