সোনামনি

রাগ করো না সোনামনি

বলছে ডেকে মা

আচার আছে তাকের উপর

ইচ্ছা মতো খা।

সোনামনি রেগে আছে

বলছে না সে কথা

তাকিয়ে আছে মাটির দিকে

ঝুঁকিয়ে রেখে মাথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *