দিল্লি থেকে দুবাইগামী এয়ার ইন্ডিয়ার এক ফ্লাইটে পাওয়া তেলাপোকাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে হাস্যরস। বিষয়টি নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে ফ্লাইটের রক্ষণাবেক্ষণ লগবুকে লেখা একটি অদ্ভুত মন্তব্য, একটি জীবিত তেলাপোকাকে ‘ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে’।
২৪ অক্টোবরের ওই ঘটনার পর লগবুকের ছবিটি অনলাইনে ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গেই ভারতীয় সামাজিক মাধ্যমে শুরু হয় রসিকতা আর ব্যঙ্গের বন্যা। কেউ লিখেছেন, “তেলাপোকার ফাঁসি কার্যকর হলো, আদালত বসেনি!”
অন্য এক ব্যবহারকারীর মন্তব্য, “এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে এখন মৃত্যুদণ্ডও কার্যকর হয়, এবার শুধু সময়ের অপেক্ষা যাত্রীদের জন্য!”
খবরে জানা গেছে, দিল্লি থেকে উড্ডয়নের কিছু পর এক যাত্রী উড়োজাহাজের কেবিনে জীবিত তেলাপোকা দেখতে পান। পরে ক্রু সদস্যরা বিষয়টি অফিসিয়াল লগবুকে নথিভুক্ত করেন। তবে সেখানে ব্যবহৃত ইংরেজি বাক্য “Executed cockroach by hanging till death”-ই ছিল হাসির মূল উৎস।
ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকে মজা করে বলেছেন, তেলাপোকা নির্মূলে এয়ার ইন্ডিয়া নতুন নীতি চালু করেছে। কেউ আবার ধারণা করছেন, এটি হয়তো গুগল ট্রান্সলেটের ভুলের ফল।
খালিজ টাইমস জানায়, এ বিষয়ে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে ঘটনাটি উড়োজাহাজের পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।