দক্ষিণ চীন সাগরে মার্কিন নৌবাহিনীর দুই বিমান বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর হেলিকপ্টার ও যুদ্ধবিমান দক্ষিণ চীন সাগরে বিধ্বস্ত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এশিয়া সফর করছেন। এমন সময়ে এই দুর্ঘটনা ঘটলো।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, পৃথক দুর্ঘটনায় প্রাণহানির খবর পাওয়া যায়নি। 

প্রশান্ত মহাসাগরীয় মার্কিন নৌবহরের বিবৃতিতে বলা হয়েছে, গতকাল রোববার প্রথমে এমএইচ-৬০ সি হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়। নিয়মিত টহলের অংশ হিসেবে হেলিকপ্টারটি উড্ডয়ন করছিল। এতে থাকা তিন ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে। প্রায় আধাঘণ্টা পর একইভাবে বোয়িং এফ/এ-১৮এফ সুপার হর্নেট যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। 

মার্কিন নৌবাহিনীর বিবৃতিতে জানানো হয়েছে, যুদ্ধবিমানের দুই ক্রুকেও উদ্ধার করা হয়েছে। দুটি ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।

এশিয়া সফরে থাকা ডোনাল্ড ট্রাম্প আগামী বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। এমন সময়ে দক্ষিণ চীন সাগরে এই দুর্ঘটনা ঘটলো। চলতি বছরের শুরুতেও দুটি মার্কিন যুদ্ধবিমান সাগরে বিধ্বস্ত হয় বলে জানিয়েছে এএফপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *