‘ওয়ান ইলেভেনের পদধ্বনি শোনা যাচ্ছে’— তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের এমন মন্তব্যকে কাণ্ডজ্ঞানহীন আখ্যা দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে এ ধরনের বক্তব্য জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নিয়ে যাওয়ার একটি চক্রান্ত ছাড়া আর কিছু নয়। একটি দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে এ ধরনের শিশুসুলভ মন্তব্য কাম্য নয়।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী। তিনি আরও বলেন, দেশের মধ্যে ফ্যাসিবাদ নানা উপায়ে মাথাচাড়া দিয়ে উঠছে এবং এই পরিস্থিতি থেকে রক্ষা পেতে দ্রুত নির্বাচন প্রয়োজন।
রিজভী আরও জানান, জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার ১৬ বছরের সংগ্রামের ফল। এজন্য সরকারের মূল দায়িত্ব হলো গণতন্ত্র পুনরুদ্ধার এবং অবাধ, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা।
এদিকে, গত সোমবার ১/১১ নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে তা সরিয়ে ফেলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। পোস্টে তিনি লিখেছিলেন, ‘১/১১-এর পদধ্বনি শোনা যাচ্ছে! তবে, জুলাই জয়ী হবে। জনগণের লড়াই পরাজিত হবে না।’ রাতে ওই পোস্টটি তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে মুছে ফেলা হয়।