স্বাস্থ্যসেবা ইউনিয়ন পর্যায়ে পৌঁছে দেবে বিএনপি: আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল

বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল।

তিনি বলেন, “ইউনিয়ন পর্যায়ে এমবিবিএস চিকিৎসক নিয়োগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংখ্যা বৃদ্ধি এবং সকল নাগরিকের জন্য স্বাস্থ্য কার্ড চালু করা হবে।”

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) নরসিংদীর মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়নের চুলা মডেল হাই স্কুল মাঠে এক ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ মেডিকেল ক্যাম্পে প্রায় দেড় হাজার মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। এতে বিভিন্ন বিভাগ থেকে আসা ৪০ জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন।

জুয়েল আরও বলেন, “বিএনপি সবসময় মানুষের মৌলিক অধিকার, বিশেষ করে স্বাস্থ্যসেবার ওপর জোর দিয়ে আসছে। জনগণের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসা পৌঁছে দেওয়াই আমাদের অঙ্গীকার।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *