চট্টগ্রামের সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের কিস্তির টাকা ছিনতাইয়ের ঘটনায় আরকান চৌধুরী (২৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আরকান কাঞ্চনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. জাগির হোসেনের ছেলে। পুলিশ জানায়, আরকানের স্বীকারোক্তি অনুযায়ী তার ঘরের খাটের তোষকের নিচ ও আলমারির ড্রয়ার থেকে লুটের ৬০ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়েছে।
মামলার সূত্রে জানা যায়, ৮ সেপ্টেম্বর গ্রামীণ ব্যাংকের কেন্দ্র ব্যবস্থাপক অভি চৌধুরী অটোরিকশায় করে কিস্তির টাকা নিয়ে শাখা কার্যালয়ে যাচ্ছিলেন। পথে অটোরিকশায় থাকা তিনজন যাত্রীবেশী ছিনতাইকারী তার গলায় ছুরি ধরে তিন লাখ টাকা ও একটি আইফোন ছিনিয়ে নেয়। পরে তারা কর্মকর্তাকে রাস্তায় ফেলে পালিয়ে যায়।
ঘটনার পর শাখা ব্যবস্থাপক মো. ফোরকান তিনজন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে থানায় মামলা করেন। মামলার তদন্তে আরকান চৌধুরীর জড়িত থাকার প্রমাণ পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সাতকানিয়া থানার ওসি মো. জাহেদুল ইসলাম জানান, তাকে শনিবার (১৩ সেপ্টেম্বর) আদালতে সোপর্দ করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।