সাকিব আল হাসান ও আসিফ মাহমুদ সজীবের মধ্যে পাল্টাপাল্টি পোস্ট: সমালোচনার ঝড়

অভিনন্দন, সমালোচনা এবং উত্তেজনার মধ্য দিয়ে পার হয়ে যাচ্ছে সাকিব আল হাসান ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীবের মধ্যে এক নতুন বিতর্ক। এই বিতর্কের সূত্রপাত হয় রোববার রাতে, যখন সাকিব আল হাসান তার ফেসবুক পেজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, “শুভ জন্মদিন আপা।”

এরপর থেকেই সাকিবের প্রতি ক্ষোভ প্রকাশ করেন নেটিজেনরা। তাকে ‘আওয়ামী দোসর’ এবং ‘দালাল’ বলে সমালোচনা করেন অনেকেই, এমনকি কিছু মন্তব্যকারী তো তাকে প্রশ্ন করেন, “গণহত্যাকারী হাসিনার জন্য কেন এত দয়া?”

এদিকে, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীবও তার ফেসবুক পেজে একটি পোস্ট করেন, যেটি সাকিবের উদ্দেশ্যে ইঙ্গিতপূর্ণ ছিল। আসিফ লেখেন, “একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। তবে আমি ঠিক ছিলাম। এখানেই সব আলোচনার সমাপ্তি।”

এটিকে সাকিবের জবাব হিসেবে দেখা যাচ্ছে। তার ফেসবুক পাতায় একটি পোস্টে সাকিব জানান, “যাক, শেষমেষ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না! ফিরবো হয়তো কোন দিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ।”

এই টুইট ও পোস্টগুলির মাধ্যমে সাকিব ও আসিফ মাহমুদ সজীবের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে এবং এখন সামাজিক মাধ্যমে এই বিষয়টি নিয়ে আলোচনার ঝড় উঠেছে। সাকিবের পোস্টে যে ইঙ্গিত ছিল, তা আরও গভীর সমালোচনার জন্ম দিয়েছে এবং ভবিষ্যতে এই দুই ক্রীড়া ব্যক্তিত্বের মধ্যে সম্পর্কের উপর নতুন জিজ্ঞাসা তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *