গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নয়াপাড়া হাজীবাড়ী গ্রাম থেকে মো. রাতুল (২৪) নামের এক ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত কাঙালিভোজ চলাকালে তাঁকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতুল নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক নেতা নাসির মোড়লের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। শ্রীপুর থানা পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে পূর্বের একটি মামলা থাকায় গ্রেপ্তার করা হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আবদুল বারিক বলেন, রাতুল ইউনিয়ন পর্যায়ের ছাত্রলীগের সক্রিয় কর্মী। তাঁর বিরুদ্ধে থাকা মামলার ভিত্তিতেই এ অভিযান চালানো হয়েছে। তবে কাঙালিভোজে খিচুড়ি রান্নার বিষয়ে তিনি অবগত নন বলে জানান।
এ বিষয়ে শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক মনি বলেন, শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাতুলের বাড়িতে বড় পরিসরে খিচুড়ি রান্না হচ্ছিল। সংবাদ পেয়ে পুলিশ সেখানে গিয়ে রাতুলকে আটক করে।