ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাচলে ৩০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) তিনটি পৃথক মামলা দায়ের করেছে। এসব মামলায় রোববার (২১ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলমের আদালতে মোট ৯ জন সাক্ষ্য দিয়েছেন।
আসামিদের মধ্যে শেখ রেহানা, তার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক সহ ৫৩ জন রয়েছেন। মামলাগুলোর একটিতে শেখ রেহানা ও শেখ হাসিনার বিরুদ্ধে মোট ১৭ জন আসামি রয়েছে, অন্য দুটি মামলায় ১৮ জন আসামি।
সাক্ষ্য দেওয়ার সময় যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে ইস্টার্ন হাউজিংয়ের নির্বাহী মহাব্যবস্থাপক মোহাম্মদ ফরহাদুজ্জামান, অপারেটিভ ডাইরেক্টর শেখ শমসের আলী, অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ হিমেল চন্দ্র দাস এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা আক্তার জাহান অন্তর্ভুক্ত ছিলেন।
এ ছাড়া, রাদওয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধে করা মামলায় একমাত্র সাক্ষী হিসেবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা আক্তার জাহান সাক্ষ্য দেন।
গত জানুয়ারিতে দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন শেখ রেহানার বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় তার সঙ্গে ১৫ জনকে আসামি করা হয়। একই দিন আজমিনা সিদ্দিক এবং রাদওয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়। এসব মামলায় টিউলিপ রিজওয়ানা, শেখ হাসিনা, এবং অন্যান্য ব্যক্তিরাও আসামি।
জুলাই মাসে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এ বিচারক রবিউল আলম আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে এবং বিচার শুরুর আদেশ দেন। আদালত আগামী ৬ অক্টোবর পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছে।