শর্ষের মধ্যে ভূত হয়ে নির্বাচন বিলম্বিত করতে চাইলে তাদের চিহ্নিত করতে হবে


বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে আর যেন একটি গুলিও না চলে, সে ব্যবস্থা সরকারকে করতে হবে। সরকারকেই দায়িত্ব নিয়ে এমন পরিবেশ নিশ্চিত করতে হবে, যাতে অবাধ, সুষ্ঠু ও সুন্দরভাবে লেভেল প্লেয়িং ফিল্ডে সব দল ও মতের মানুষ নির্বাচনে অংশ নিতে পারে। 

শনিবার (১৩ ডিসেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও শরীফপুর আইডিয়াল হাই স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, গত নভেম্বর মাসে চট্টগ্রামে বিএনপির এক প্রার্থীকে এবং গত শুক্রবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে নৃশংসভাবে গুলি করা হয়েছে। এসব গুলিবর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্ত সরকারকে করতে হবে। ইতোমধ্যেই ওসমান হাদির ওপর হামলাকারীর ছবি ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আমরা বিশ্বাস করি, সরকার চাইলে এসব নৃশংস খুনি, মাস্তান ও দুর্বৃত্তদের ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করতে পারে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীসহ পুলিশ প্রশাসন থেকে শুরু করে সেনাবাহিনী মাঠে রয়েছে। তাই দ্রুত হামলাকারীদের আইনের আওতায় আনতে হবে। তা না হলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না।

রুমিন ফারহানা আরও বলেন, সরকারের কোনো অংশ যদি শর্ষের মধ্যে ভূত হয়ে নির্বাচন বিলম্বিত করতে চায়, তাহলে তাদের অবিলম্বে চিহ্নিত করতে হবে। কারণ বাংলাদেশের মানুষ শান্তি, নিরাপত্তা ও স্বাধীনভাবে নিজেদের মতপ্রকাশ করতে চায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *