ব্রাহ্মণবাড়িয়ার দুটি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) শুনানিকালে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনার পর জেলায় পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে বিএনপি ও এনসিপি।
বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানার সমর্থকেরা সরাইলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। অপরদিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের নেতা মো. আতাউল্লাহ ও অন্য নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া সদরে সমাবেশ করেছে।
রোববার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে অনুষ্ঠিত শুনানিতে বিজয়নগরের তিনটি ইউনিয়ন—বুধন্তী, চান্দুরা ও হরষপুর—ব্রাহ্মণবাড়িয়া-৩ থেকে কেটে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সঙ্গে যুক্ত করার প্রস্তাব নিয়ে বিতর্ক হয়। প্রস্তাবের পক্ষে ছিলেন রুমিন ফারহানা, আর বিপক্ষে ছিলেন এনসিপির আতাউল্লাহ। একপর্যায়ে উভয়পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে।
ঘটনার পর সন্ধ্যায় রুমিন ফারহানার অনুসারীরা শাহবাজপুর এলাকায় মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেন, এতে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে প্রশাসনের অনুরোধে অবরোধ তুলে নেওয়া হয়। বিএনপি নেতা আনোয়ার হোসেন জানান, রুমিন ফারহানার ওপর হামলার প্রতিবাদেই এ কর্মসূচি হয়েছে।
অন্যদিকে এনসিপির পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা অভিযোগ করেন, ইসিতে তাঁদের নেতা আতাউল্লাহর ওপর হামলা চালানো হয়েছে এবং প্রধান নির্বাচন কমিশনার কোনো ব্যবস্থা নেননি। তাই তাঁরা প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও রুমিন ফারহানার বিচারের দাবি জানান।