রাষ্ট্র মেরামতে অংশ নিন ধানের শীষে ভোট দিন

চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেছেন, রাষ্ট্র মেরামতে অংশ নিন, ধানের শীষে ভোট দিন। আমাদের রাষ্ট্র ব্যবস্থায় কিছু সংস্কারের প্রয়োজনীয়তা অনুধাবন করেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র মেরামতের ৩১ দফা দিয়েছিলেন। গুপ্ত রাজনৈতিক শক্তির অনুসারী একটি দেশ বিরোধীচক্র দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত। পিআর আর গণভোটের নাটক হল নির্বাচন পেছানোর ষড়যন্ত্র।

তিনি গত সোমবার পাঁচলাইশ ওয়ার্ড যুবদলের উদ্যোগে শহীদ নগর এলাকায় নাগরিক সচেতনা বৃদ্ধি ও কেন্দ্র ভিত্তিক স্থানীয় জনগণের সাথে আগামী সংসদ নির্বাচনে বিএনপি মনোনিত প্রার্থী এরশাদ উল্লাহ’র ধানের শীষের সমর্থনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বায়েজিদ বোস্তামী থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মনজুর আলম মনজুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বায়েজিদ বোস্তামী থানা যুবদলের সাবেক আহবায়ক অরূপ বড়ুয়া, মহানগর যুবদলের সাবেক প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, মহানগর যুবদল নেতা সিরাজ সিকদার, শাবাব ইয়াজদানী, প্রফেসর সাইদুল হক, নিজাম উদ্দিন, জানে আলম। মো. হাসানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন মো. আনোয়ার, এম এ হাসনাত, তারেক রহমান, রুবেল, তাজিম, আলাউদ্দিন, মুজাম্মেল ইসলাম নজু, রাশেদ খান টিপু, ইমতিয়াজুর রহমান, জাহেদ, সাজ্জাদ, ফারুক, ইমন, বাবুল, সেলিম, হেলাল, জসিম, ইসমাইল বালি, বাদশা, জাহাঙ্গীর ফারুক, এস এম সেলিম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *